ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চাকরি থেকে ইস্তফা দিলেন ব্রাক ব্যাংকের ৩ কর্মকর্তা

প্রকাশিত: ০২:৫৫, ২২ জানুয়ারি ২০১৭

চাকরি থেকে ইস্তফা দিলেন ব্রাক ব্যাংকের ৩ কর্মকর্তা

অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রতিকূল পরিবেশে কাজ করতে না পেরে অনেকটা বাধ্য হয়েই পদত্যগ করছেন বেসরকারী খাতের ব্রাক ব্যাংকের ৫ উর্দ্ধতন কর্মকর্তা। ব্যাংকটি বলছে, স্বাভাবিক নিয়মে ব্যাংকিং কার্যক্রম করতে না পারায় স্বেচ্ছায় তারা চাকরি থেকে পদত্যগপত্র জমা দিয়েছেন। তবে ব্র্যাক ব্যাংক সূত্রে জানা গেছে, চাপে পড়েই চকরি থেকে ইস্তফা দিতে হয়েছে তাদেরকে। জানা গেছে, সমালোচনা এড়াতেই ওয়েবসাইট থেকে নামগুলো সরানো হয়নি। গত বছরের শেষদিকে জোর করে তিনজন সিনিয়র অফিসারকে পদত্যগে বাধ্য করা হয়। বিনা নোটিশে তাদের চাকরি চলে গিয়েছিল। তখনই জানা যায়, চাকরি থেকে বের করে দেওয়ার জন্য বড় একটি তালিকা তৈরি করেছে ব্যাংক কর্তৃপক্ষ। আস্তে আস্তে এদের সবাইকেই বের করে দেওয়া হবে। যে তালিকায় ১শ জনেরও বেশি কর্মকর্তার নাম ছিল বলে সূত্র জানায়। এ নিয়ে ব্যাংকটির কর্মকর্তারা সবসময় আতঙ্কের মধ্যে রয়েছে। ব্যাংকটিতে কর্মকর্তা ছাঁটাইয়ের নজির বেশ পুরনো। ২০১৪ সালেও বিনা নোটিশে একদিনে বিভিন্ন পদের ২৬ জনকে ছাঁটাই করা হয়েছিল।
×