ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

তেল-গ্যাস রক্ষা কমিটির হরতালে বিএনপির সমর্থন

প্রকাশিত: ০০:২০, ২২ জানুয়ারি ২০১৭

তেল-গ্যাস রক্ষা কমিটির হরতালে বিএনপির সমর্থন

স্টাফ রিপোর্টার ॥ রামপাল বিদ্যুৎকেন্দ্র স্থাপন বন্ধের দাবিতে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির পূর্ব ঘোষিত ২৬ জানুয়ারির অর্ধ বেলা হরতালের প্রতি সমর্থন দিয়েছে বিএনপি। রবিবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ হরতালের প্রতি সমর্থনের কথা জানান দলের মুখপাত্র ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিজভী বলেন, দেশ ও জনগণের স্বার্থে সুন্দরবন রক্ষার জন্য রামপাল বিদ্যুৎকেন্দ্র স্থাপন বন্ধের দাবিতে ডাকা তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির হরতাল ও ধর্মঘটে আমরা সমর্থন দিচ্ছি। তিনি বলেন, সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সেমিনারের প্ল্যানারি সেশনে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে বিতর্ক হয়েছে। সেমিনারে মার্কিন পরিবেশবিদ আল গোরসহ বিশ্ব পরিবেশ বিদরা বিদ্যুৎ কেন্দ্র স্থাপন না করার আহ্বান জানান। কিন্ত প্রধানমন্ত্রী তাদেরকে বলেন, যারা রামপাল নিয়ে অহেতুক বির্তক করছেন তাদের প্রকল্পের স্থান ঘুরে দেখা উচিত। দাভোসে প্রধানমন্ত্রী রামপাল নিয়ে যা বলেছেন, এতে মনে হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় ও আন্তর্জাতিক সকল বিশেষজ্ঞদের অভিমতকে থোড়াই কেয়ার করেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন প্রমুখ।
×