ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

রাষ্ট্রপতি নিরপেক্ষ লোক দিয়েই ইসি গঠন করবেন: ওবায়দুল কাদের

প্রকাশিত: ২৩:৪২, ২২ জানুয়ারি ২০১৭

রাষ্ট্রপতি নিরপেক্ষ লোক দিয়েই ইসি গঠন করবেন: ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি যা করেছে, আওয়ামী লীগ তা করবে না। রাষ্ট্রপতি আওয়ামী লীগের লোকও বানাবেন না, বিএনপির লোকও বানাবেন না। তিনি নিরপেক্ষ লোক দিয়েই নিরপেক্ষ নির্বাচন কমিশন (ইসি) গঠন করবেন। রবিবার রাজধানীর কাজী বশির মিলনায়তনে যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত ২০নং ওয়ার্ডের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শনিবার রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ‘জিয়া পরিষদের’ প্রতিনিধি সম্মেলন উপলক্ষে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এক মতবিনিময় সভায় বলেন, ‘সরকারের ইচ্ছা অনুযায়ী দলীয় ও মেরদণ্ডহীন লোক দিয়ে নির্বাচন কমিশন (ইসি) গঠন করা হলে তা গ্রহণযোগ্য হবে না।’ ওবায়দুল কাদের বিএনপি নেত্রীর উদ্দেশে বলেন, ‘তারা নতুন নতুন মামা বাড়ির আবদার নিয়ে আসছে। কেমন আবদার? বেগম খালেদা জিয়া বলেছেন, সরকারের ইচ্ছায় নির্বাচন কমিশন গ্রহণযোগ্য হবে না। আপনার সঙ্গে আমি দ্বিমত করছি না। সবিনয়ে বলছি, আপনি যে ইসি করেছিলেন, আজিজ মার্কা, সেই আজিজ মার্কা ইসির এম এ আজিজ সাহেব কি বিএনপির দলের লোক ছিলেন না? আপনি যাকে প্রধান উপদেষ্টা করতে চেয়েছিলেন সেই বিচারপতি কে এম হাসান আজকে আবার সার্চ কমিটিতেও তার নাম প্রস্তাব করেছেন। সেই হাসান সাহেব কি বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ছিলেন না? তাহলে কোনটা পক্ষ, কোনটা নিরপেক্ষ।’ তিনি বলেন, ‘আজিজ সাহেব ও কে এম হাসান মার্কা লোকরা কি নিরপেক্ষ? এরা কি নিরপেক্ষ ছিলেন? উনি (খালেদা জিয়া) এখন যাদের নাম প্রস্তাব করছেন তারা বিএনপিরসমর্থক (সাপোর্টার) অথবা নেতা হলে তারা কি পক্ষ নাকি নিরপেক্ষ হবে?’ ইসি নিয়ে বিএনপি নেত্রীর বক্তব্যের সমালোচনা করে ওবায়দুল কাদের আরো বলেন, সরকারের কোনো ইচ্ছা নেই, শেখ হাসিনার কোনো ইচ্ছা নেই। শেখ হাসিনার ইচ্ছা বা প্রস্তাববলীর মধ্যে যা থাকে সেখানে দলীয় লোকের নাম থাকে না। আর রাষ্ট্রপতি হচ্ছেন রাষ্ট্রের অভিভাবক। তিনি যে নাম দেবেন, সেই নাম বিএনপির মতো আওয়ামী লীগের কোনো সমর্থকের নাম থাকবে না এটা আমি নিশ্চিত করে বলতে পারি। ‘বিএনপি যা করেছে, আওয়ামী লীগ তা করবে না। ভাগ মানেই তালগাছটা আমার। সালিশ মানেই তালগাছটা তাদেরকে দিতে হবে। বিএনপির লোককে বানালে সেটা নিরপেক্ষ হবে,’ সমালোচনা করে বলেন ওবায়দুল কাদের। যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের ২০নং ওয়ার্ডের সভাপতি শেখ সাইদুর রহমানের সভাপতিত্বে কাউন্সিল অধিবেশনে আরো বক্তব্য রাখেন যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা প্রমুখ।
×