ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অশ্লীলতা রোধ করতে মুধমেলার ২৬ পুতুল নাচের প্যান্ডেল উচ্ছেদ

প্রকাশিত: ২১:১৫, ২২ জানুয়ারি ২০১৭

অশ্লীলতা রোধ করতে মুধমেলার ২৬ পুতুল নাচের প্যান্ডেল উচ্ছেদ

নিজস্ব সংবাদদাতা, কেশবপুর ॥ দক্ষিন-পশ্চিমাঞ্চলের সর্ববৃহৎ মধুমেলায় পুতুল নাচের নামে অশ্লীলতা প্রতিরোধ করতে মেলার মাঠ থেকে ২৬টি পুতুল নাচের প্যান্ডেল উচ্ছেদ করা হয়েছে। ওই প্যান্ডেল গুলোতে অশ্লীলতা প্রদর্শনের প্রস্তুতি নেয়া হয়েছে এমন খবরে গতকাল শনিবার মেলার উদ্বোধনের সময় জেলা প্রশাসন সকল পুতুল নাচের প্যান্ডেল উচ্ছেদ করে দেয়। উচ্ছেদের সময় জেলা প্রশাসক ড.হুমায়ুন কবীর ও পুলিশ সুপার আনিসুর রহমান উপস্থিত ছিলেন। প্রতি বছর মুধ মেলায় পুতুল নাচের নামে ব্যাপক অশ্লীলতা প্রদর্শন করা হয়ে থাকে। এ নিয়ে মধুপ্রেমীদের মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করে আসছিল। এবারও জেলা প্রশাসন মধুমেলা ২৪ লাখ ৫শ টাকায় ইজারা দেয়। সংশ্লিষ্ট সুত্র থেকে জানা গেছে, ইজারা পেয়েছেন যশোর জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন বিপুলের মালিকানাধীন ফাতেমা এন্টারপ্রাইজ। ইজারার শর্ত ভঙ্গ করে অলিখিতভাবে মেলা সাব লিজ দেয়া হয়েছে। শর্তানুযায়ি মেলায় কোন অশ্লীলতা, জুয়া, লটারী, হাউজি, ম্যাজিক শোর আয়োজন বা প্রদর্শন করা নিসিদ্ধ। কিন্তু মেলার মাঠে শর্ত ভঙ্গ করে বরাবরের মতো এবারও ২৬টি পুতুল নাচের প্যান্ডেল স্থাপন করে সেখানে অশ্লীলতা প্রদর্শনের প্রস্তুতি নেয়া হয়। এতে সুশীল সমাজের লোকজন ও মধুপ্রেমীদের ভেতর ব্যাপক ক্ষোভ দেখা দেয়। ফলে জেলা প্রশাসক শনিবার মেলায় অশ্লীলতা রোধ করতে সকল পুতুল নাচের পান্ডেল উচ্ছেদ করে দেন। এ সময় তিনি জানিয়ে দেন মধুমেলায় কোন প্রকার অশ্লীলতা প্রদর্শন করতে দেয়া হবে না। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৩তম জন্মবার্ষিকী ও সাতদিন ব্যাপী মধুমেলা কবির জন্মগৃহ কেশবপুরের সাগরদাঁড়িতে শনিবার থেকে শুরু হয়েছে।
×