ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যবিপ্রবি’র চার ছাত্রীকে জঙ্গী সন্দেহে জিজ্ঞাসাবাদ

প্রকাশিত: ২০:৩৪, ২২ জানুয়ারি ২০১৭

যবিপ্রবি’র চার ছাত্রীকে জঙ্গী সন্দেহে জিজ্ঞাসাবাদ

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ চার শিক্ষার্থীর জঙ্গী সংশ্লিষ্টতা নিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলে শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার রাত পর্যন্ত জিজ্ঞাসাবাদ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশ। যদিও ওই চারজনের বিরুদ্ধে কোন প্রমাণ পাওয়া যায়নি। তবে তারা হলে থাকতে পারবেনা বলে কর্তৃপক্ষ সিদ্বান্ত নিয়েছে। এখনই প্রমাণ না পাওয়া গেলেও তাদের বিরুদ্ধে নেয়া সন্দেহ উড়িয়ে দেয়া যাচ্ছে না বলে অভিযোগ এনে চার শিক্ষার্থীর হলে থাকা নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর ডক্টর মসিউর রহমান। আজ রবিবার তাদের অভিভাবকদের ডেকে জিম্মায় দেয়া হয়েছে। এদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। এরা হলেন, যশোরের শার্শা উপজেলার লক্ষণপুর গ্রামের আবু বক্কর সিদ্দিকীর মেয়ে এবং বিশ্ববিদ্যালয়ের এপিপিটি ডিপার্টমেন্টের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী সালমা আফরোজ, ঝিনাইদহের মহেশপুর উপজেলার খালিশপুর গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে এবং বিশ্ববিদ্যালয়ের এপিপিটি ডিপার্টমেন্টের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ছাত্রী শারমিন আক্তার, নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া কোলা গ্রামের হালিম শেখের মেয়ে এবং বিশ্ববিদ্যালয়ের ট্রিপল ই ডিপার্টমেন্টের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ছাত্রী হাসিনা খানম । তবে আটক ছাত্রী এবং তাদের পরিবারের দাবি, তারা রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। তাদের বিরুদ্ধে যে সব অভিযোগ উত্থাপন করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট ।
×