ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ম্যান সিটির জন্য আমি ভালো কোচ নই ॥ গার্দিওলা

প্রকাশিত: ১৯:২৩, ২২ জানুয়ারি ২০১৭

ম্যান সিটির জন্য আমি ভালো কোচ নই ॥ গার্দিওলা

অনলাইন ডেস্ক ॥ ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলার ধারণা তিনি সম্ভবত দলীয় খেলোয়াড়দের সঙ্গে ব্যাপকভাবে খাপ খাওয়াতে পারছেন না। যে কারণে মিশ্রিত স্কোয়াডটি নিয়ে তিনি প্রিমিয়ার লিগের শিরোপা দৌড় থেকে বারবার ছিটকে পড়ছেন। গত সপ্তাহের সমাপনিতে এভারটনের কাছে ০-৪ গোলের বড় ব্যবধানে হেরে যাবার পর ম্যানচেস্টার সিটির এই কোচ ধরেই নিয়েছেন যে, শিরোপার দৌড় থেকে তার দলটি ছিটকে পড়েছেন। ওই হারের ফলে লিগের শীর্ষ পয়েন্টধারী চেলসির সঙ্গে ১০ পয়েন্টের ব্যবধান রচিত হয়েছে সিটির। ফলে শুরুতে টানা জয়ের যে সূচনা সিটি করেছিল এখন তার ঠিক উল্টো চেহারা ধারণ করেছে। গার্দিওলা বলেন, "এরা সবাই ভাল খেলোয়াড়। আমি তাদের সবাইকে সমীহ করি। তাই আমি কেন বলব তারা ভাল খেলোয়াড় নয়? সবাই ভাল খেলোয়াড়। যে কারণে তাদের পেশাদারিত্বে আমি কোন খুঁতও দেখছি না। তাই আসল সমস্যাটি যে কোথায় সেটি আমি বুঝতে পারছি না। সবাই বলাবলি করছে আমার জন্য তারা যথেষ্ট নয়। সম্ভবত আমিই তাদের জন্য যথেষ্ট নই। " তিনি আরও বলেছেন, "এরা সবাই ম্যানচেস্টার সিটির খেলোয়াড়, শীর্ষ খেলোয়াড়। তাদের মধ্যে যথেষ্ট মেধা ও যোগ্যতা রয়েছে। মৌসুমের শুরুর দিকে বিভিন্ন সময় তারা সেটি প্রমাণও করেছে। "
×