ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ম্যান সিটির ড্র

প্রকাশিত: ১৯:২০, ২২ জানুয়ারি ২০১৭

ম্যান সিটির ড্র

অনলাইন ডেস্ক ॥ দুই গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয়ের মুখ দেখতে পারেনি ম্যাঞ্চেস্টার সিটি। টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ড্র নিয়েই মাঠ ছাড়তে হলো মাওরিসিও পচেত্তিনোর শিষ্যদের। সেই সঙ্গে হারাতে হলো গুরুত্বপূর্ণ ১ পয়েন্ট। ইতিহাদ স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। খেলার প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। আক্রমণ-পাল্টা আক্রমণেই শেষ হয় প্রথমার্ধ। ৪৯তম মিনিটে মাঝমাঠের আগে থেকে কেভিন ডি ব্রুইনের লম্বা উঁচু করে বাড়ানো বল লেরোয় সানে জালে পাঠান সহজেই। ৫ মিনিট পর গোলরক্ষকের ভুলে ডান দিক থেকে রাহিম স্টার্লিংয়ের ক্রস টোকা দিয়ে ব্যবধান দ্বিগুণ করেন ডি ব্রুইন। পিছিয়ে পড়ার ৪ মিনিট পরেই ব্যবধান কমায় অতিথিরা। ডান দিক থেকে কাইল ওয়াকারের গোলমুখে বাড়ানো ক্রসে হেড করে গোলটি করেন ইংলিশ মিডফিল্ডার ডেলে আলি। এরপর ৭৭তম মিনিটে হ্যারি কেইনের বাড়ানো বল ডান পায়ের জোরালো শটে পোস্ট ঘেষে জালে পাঠিয়ে দলকে সমতায় ফেরান দক্ষিণ কোরিয়ান মিডফিল্ডার সন হিউং-মিন। ৮২তম মিনিটে স্টার্লিংয়ের বদলি হিসেবে গাব্রিয়েল জেসুস মাঠে নামার ২ মিনিটের মাথায় বল জালে পাঠালেও অফসাইড হয়।
×