ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লিটন হত্যায়

জামায়াত এমপির সহযোগীসহ গ্রেফতার ৩২

প্রকাশিত: ০৫:৫৬, ২২ জানুয়ারি ২০১৭

 জামায়াত এমপির সহযোগীসহ গ্রেফতার ৩২

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ২১ জানুয়ারি ॥ সুন্দরগঞ্জ থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩২ জনকে গ্রেফতার করেছে। এদের মধ্যে জামায়াতের সাবেক এমপি আব্দুল আজিজের একান্ত সচিব ঘগোয়া গ্রামের দেলদার হোসেনের ছেলে ডিএম মাসুদার রহমান মুকুল ওরফে মিসকিন মুকুলকে এমপি লিটন হত্যা মামলার এবং বাকি ৩১ জনকে ভিন্ন মামলার আসামি দেখিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত পুলিশের একটি বিশেষ টিম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জামায়াত-শিবির ও এমপি লিটন হত্যার আসামিসহ ৩২ জনকে গ্রেফতার করে। থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আতিয়ার রহমান জানান, বিভিন্ন মামলার পলাতক, ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারের লক্ষ্যে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। এছাড়া এমপি লিটন হত্যার সন্দেহভাজন আসামি হিসেবে অনেককে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন তারেক উদ্দিনের ছেলে ইয়াকুব আলী, শমসের আলীর ছেলে মিঠু মিয়া, জমির উদ্দিনের ছেলে আবু তাহের, কামাল মিয়া, নয়া মিয়ার ছেলে আলম মিয়া, ছমির উদ্দিনের ছেলে আব্দুল হান্নান, জমির উদ্দিনের ছেলে জামাল মিয়া, হাশেম মিস্ত্রির ছেলে ছামিউল ইসলাম, আব্দুস সাত্তারের ছেলে দেলোওয়ার হোসেন, আলেপ উদ্দিনের ছেলে কাশেম মিয়া, হাজী নেছার উদ্দিনের ছেলে মোখলেছুর মিয়া, ওবায়দুর রহমানের ছেলে আমিনুল ইলসাম, মনসুর আলীর ছেলে আব্দুল কাদের, কফিল উদ্দিনের ছেলে জয়নাল মিয়া, জয়নাল আবেদীনের ছেলে ছামিউল ইসলাম, আব্দুল হান্নানের ছেলে জহুরুল ইসলাম, আব্দুল জব্বার মুন্সির ছেলে রফিকুল ইসলাম, কবির হোসেনের ছেলে আবু বক্কর সিদ্দিক, নওয়াব আলীর ছেলে ইউনুছ আলী, পনির উদ্দিনের ছেলে হায়দার আলী, আজল উদ্দিনের ছেলে রনজু মিয়া, ইয়াসিন আলীর ছেলে শহিদুল ইসলাম, সোবাহান মিয়ার ছেলে মমিনুল ইসলাম, আব্দুর রহমানের ছেলে আবুল কাওছার, মোহাম্মদ আলীর ছেলে খোরশেদ আলী, জবেদ আলীর ছেলে রফিকুল ইসলাম, সুলতান মিয়ার ছেলে শফিকুল ইসলাম, আব্দুল সাত্তারের ছেলে রুহুল আমিন এবং আব্দুল মতিনের ছেলে গণি মিয়া। আসামিদের শুক্রবার বিকেলে বিশেষ ব্যবস্থায় জেলহাজতে প্রেরণ করা হয়। এ নিয়ে এমপি হত্যা মামলায় ১২জনকে গ্রেফতার দেখানো হয়েছে। এমপি হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক আশরাফুজ্জামান জানান, মিসকিন মুকুল জামায়াতের এমপি আব্দুল আজিজের ঘনিষ্ঠ সহযোগী। মঞ্জুরুল ইসলাম লিটন সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর খুব অল্প সময়ে মিসকিন মুকুল লিটনের ঘনিষ্ঠ হয়ে যায়। আমরা আশা করছি, মিসকিন মুকুলের কাছ থেকে এমপি হত্যার অনেক তথ্য পাওয়া যাবে। দোয়া মাহফিল সমাবেশ ॥ শুক্রবার সুন্দরগঞ্জ ডিডব্লিউ ডিগ্রী কলেজ মাঠে খাদ্যবান্ধব ডিলার সমিতির আয়োজনে এমপি লিটনের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহ্ফিল অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আলোচনায় বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ আব্দুল হান্নান, পৌর আওয়ামী লীগ সভাপতি আহসানুল করিম চাঁন, সহসভাপতি মাসুদ-উল-ইসলাম চঞ্চল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল আলম রেজা, ছাত্রলীগ আহবায়ক ছামিউল ইসলাম ছামু, ছাত্র নেতা আবু নাসের মিরান ও পামেল।
×