ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হাই-টেক শৌচাগারের জন্য আলাদা প্রতীক

প্রকাশিত: ০৫:৫৬, ২২ জানুয়ারি ২০১৭

হাই-টেক শৌচাগারের জন্য আলাদা প্রতীক

জাপানে হাই-টেক শৌচাগারের ব্যবহার ক্রমেই জনপ্রিয় হচ্ছে। আসন ও ঢাকনা নিয়ন্ত্রণ, ফ্ল্যাশের শক্তি এবং গরম বাতাসে হাত শুকানোর মতো নানা সুবিধা জাপানের হাই-টেক শৌচাগারগুলোর বিশেষ বৈশিষ্ট্য। এই হাইটেক শৌচাগারে তারা নির্দিষ্ট প্রতীক ব্যবহারের দাবি করেছে। এই নির্দিষ্ট প্রতীক বিষয়ে তাদের যুক্তি ২০২০ সালে জাপানে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ সময় দেশটিতে প্রচুর বিদেশী আসবে। তারা যাতে এই ধরনের হাই-টেক টয়লেট সহজেই চিনতে পারে এ জন্য এই প্রতীক বরাদ্দ চাওয়া হয়েছে। খবরে বলা হয়েছে, জাপানে বর্তমানে গৃহস্থালি সামগ্রী নির্মাণকারী প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠান তাদের নিজ নিজ পণ্যের জন্য নিজস্ব পছন্দ অনুযায়ী প্রতীক ব্যবহার করে থাকে। কিন্তু জাপান স্যানিটারি ইকুইপমেন্ট ইন্ডাস্ট্রি এ্যাসোসিয়েশন বলছে এতে করে বিদেশী পর্যটকরা বিভ্রান্তির শিকার হচ্ছেন। যার ফলে নতুন এই নির্দেশনা এলো। প্রতিষ্ঠানটির ভাষ্যমতে, তারা আশা করছে তাদের নির্দিষ্ট করে দেয়া নতুন আটটি প্রতীক পর্যটকদের শৌচাগার ব্যবহারের সময় অনেকটাই সহায়তা করবে এবং এর ফলে তাদের শৌচাগারে সুস্থ পরিবেশ সৃষ্টি হবে। জাপান স্যানিটারি ইকুইপমেন্ট ইন্ডাস্ট্রি এ্যাসোসিয়েশনের প্রধান মাদোকা কিতামুরা বলেন, টোকিওর আপাতত নয়টি প্রতিষ্ঠান এই প্রতীক ব্যবহার করতে পারবে। জাপানের পর্যটন কর্পোরেশন এক হিসাবে জানিয়েছে, ২০১৪ সালে এ দেশে আগত অন্তত ৬শ‘ জন পর্যটক টয়লেট ব্যবহার বিষয়ে আপত্তি জানিয়ে যায়। -জাপান টাইমস অবলম্বনে
×