ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিএনপির আন্দোলন রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে ॥ কাদের

প্রকাশিত: ০৫:৫৬, ২২ জানুয়ারি ২০১৭

বিএনপির আন্দোলন রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে ॥ কাদের

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি তো তাদের অফিসে বসে একে অন্যকে সরকারের দালাল বলে অভিহিত করে। নিজেদের মধ্যেই (বিএনপি) সংশয়, অনাস্থা। তাদের মুখে আবার আন্দোলনের কথা! বিএনপির আন্দোলন রাজনৈতিকভাবেই মোকাবেলা করা হবে। তবে আন্দোলনের নামে সহিংসতা করতে গেলে অবস্থা বুঝে ব্যবস্থা নেবে সরকার। শনিবার দুপুরে রাজধানীর মানিক মিয়া এ্যাভিনিউয়ে বিআরটিএর জনসচেতনতামূলক ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ‘রাষ্ট্রপতির সংলাপ ব্যর্থ হলে বিএনপি আন্দোলনে যাবে’ মর্মে বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদের বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, মওদুদ সাহেবরা আন্দোলন করতে পারেন? আমি তো বুঝি না তারা কিভাবে করবেন। বিএনপি কার্যালয়ে এখন একদল আরেক দলকে ‘সরকারের দালাল’ বলে। তারা নিজেরা আগে এক হোক, কমিটির ৫৯৬ জন আগে মাঠে নামুক। যাই হোক অনেকদিন তাদের আন্দোলন-সংগ্রামে দেখি না। তিনি আরও বলেন, মওদুদ সাহেবকে কত আগে রাজপথে দেখিছি, সেটা আমার মনে নেই। আগে তিনি মাঠে নামুক। উনারা যখন ইচ্ছা আন্দোলন করুক, আমরা (আওয়ামী লীগ) তা রাজনৈতিকভাবে মোকাবেলা করব। গত কয়েক বছরে বিএনপির সহিংসতার কথা তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, ইতোপূর্বে আপনারা দেখেছেন, আন্দোলনের নামে তারা সহিংসতা করেছে। জনগণ তাদের মোকাবেলা করেছে। এবার আন্দোলনের নামে সহিংসতা করা হলে অবস্থা বুঝে ব্যবস্থা নেয়া হবে। খোঁজখবর ছাড়া ছোট যানবাহনের লাইসেন্স না দেয়ার জন্য বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) চেয়ারম্যানের প্রতি নির্দেশ দিয়ে ওবায়দুল কাদের বলেন, প্রতিদিন ছোট গাড়িকে লাইসেন্স দেয়ার পরিমাণ বাড়ছে, যা খুবই এলার্মিং। বিআরটিএ চেয়ারম্যানকে আমি নির্দেশ দিচ্ছি, ছোট গাড়ির লাইসেন্স যেন খোঁজ-খবর নিয়ে দেয়া হয়। তিনি বলেন, ছোট ছোট গাড়ি ব্যাপক পরিমাণে চলতে দেখা যায়। এতে সড়কে অসহনীয় যানজট সৃষ্টি হচ্ছে। তাই কোন রাস্তা দিয়ে কী গাড়ি চলবে, কী চলবে না- এগুলো বিবেচনায় আনতে হবে।
×