ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বেসরকারী খাতের অপার সম্ভাবনা কাজে লাগাতে হবে ॥ তোফায়েল

প্রকাশিত: ০৫:৫৫, ২২ জানুয়ারি ২০১৭

বেসরকারী খাতের অপার সম্ভাবনা কাজে লাগাতে হবে ॥ তোফায়েল

নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ ২১ জানুযারি ॥ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশ একটি অপার সম্ভাবনার দেশ, এ সম্ভাবনাকে সম্মিলিতভাবে কাজে লাগাতে হবে। আর বেসরকারী খাতই হচ্ছে বাংলাদেশের উন্নয়নের মূল চালিকা শক্তি, এ খাত অপার সম্ভাবনাকে সম্মিলিতভাবে কাজে লাগাতে পারলেই বাংলাদেশ হবে সমৃদ্ধ। তিনি শনিবার দুপুরে ময়মনসিংহের ভালুকা উপজেলার পাড়াগাঁও এলাকার রানার অটোমোবাইলস লিমিটেডের নিজস্ব প্রযুক্তিতে উৎপাদিত পণ্য মোটরসাইকেল পার্শবর্তী দেশ নেপালে রফতানির শুভ সূচনা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি আরও বলেন, বেসরকারী খাতের বিকাশে সহায়তার মাধ্যমে ২০২১ সালের মধ্যে আমাদের মোট রফতানি আয় ৬০ মিলিয়ন (৬শত কোটি) ডলার ছাড়িয়ে যাওয়ার লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান আ’লীগ সরকার কাজ করে চলেছে এবং বেসরকারী খাতের বিকাশে সরকার যে কোন ধরনের সহায়তা প্রদানে অঙ্গীকারাবদ্ধ। রানার অটোমোবাইলস্ লিমিটেড প্রথম বারের মতো মোটর সাইকেল রফতানি করছে যা অত্যন্ত গর্বের উল্লেখ করে তিনি বলেন, এটি দেশের রফতানির ইতিহাসে এক নতুন মাইলফলক। রানার অটোমোবাইলস্ লিমিটেড দেশীয় তৈরি মোটরসাইকেল নেপালে রফতানির অনন্য উদ্যোগের শুভ রচনা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রানার অটোমোবাইলস্ লিমিটেড-এর চেয়ারম্যান হাফিজুর রহমান খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ অধ্যাপক ডাঃ এম আমানউল্লাহ, প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব এ্যাড: সাইফুজ্জামান শেখর, রানার অটোমোবাইলস্ লিমিটেডের ভাইস চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হোসেন, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মুকেশ শর্মা, নেপালের চার্জ দ্যা এফেয়ার্স মি. ধন বাহাদুর অলি, আমাদানিকারক প্রতিষ্ঠান মেট্রিক্স মোটো কর্পোরেশনের দিলিপ কুমার কার্না প্রমুখ। রানার অটোমোবাইলস্ লিমিটেড এর চেয়ারম্যান হাফিজুর রহমান খান বলেন, এই কারখানায় বর্তমানে প্রতিদিন ৫শ’ মোটরসাইকেল উৎপাদন হচ্ছে। ২০১৮ সালের মধ্যে উৎপাদন ক্ষমতা ১ হাজারে উন্নীতকরণের কার্যক্রম হাতে নেয়া হয়েছে।
×