ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

গুলি, আটক ২শ’

যুক্তরাষ্ট্র ও কয়েক দেশে ট্রাম্প বিরোধী সহিংস বিক্ষোভ

প্রকাশিত: ০৫:৫১, ২২ জানুয়ারি ২০১৭

যুক্তরাষ্ট্র ও কয়েক  দেশে ট্রাম্প  বিরোধী সহিংস বিক্ষোভ

জনকণ্ঠ ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের নয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পবিরোধী সহিংস বিক্ষোভ অব্যাহত রয়েছে। এক বিক্ষোভকারীর ওপর গুলির ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রের বাইরে সিডনি, নিউজিল্যান্ড, লন্ডন, নেদারল্যান্ডস এবং জাপানেও এ ধরনের বিক্ষোভ হচ্ছে। যুক্তরাষ্ট্রে আটক হয়েছে দুই শতাধিক বিক্ষোভকারী। আহত হয়েছে ছয় পুলিশ সদস্য। খবর এএফপি, বিবিসি ও আলজাজিরা অনলাইনের। ট্রাম্পের পুরুষতান্ত্রিক মনোভাবের বিরুদ্ধে শনিবার ওয়াশিংটনে অন্তত দুই লাখ নারী ট্রাম্পবিরোধী বিক্ষোভে অংশ নেন। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টের বিরুদ্ধে এ ধরনের বিক্ষোভের ঘটনা বিরল। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক বার্তা এ বিক্ষোভে নারীদের অংশ নিতে অনুপ্রাণিত করে। ‘ওমেন্স মার্চ অন ওয়াশিংটন’- এ সেøাগানে শনিবার যুক্তরাষ্ট্রের ন্যাশনাল মলের সামনে এসব নারী জড়ো হন। এ বিক্ষোভে যুক্তরাষ্ট্রের সাধারণ মহিলা থেকে রুপালি জগতের তারকারাও উপস্থিত ছিলেন। বিক্ষোভে স্কারলেট জোহানসন ও মাইকেল মুরের মতো তারকারাও ছিলেন। যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রান্ত থেকে অন্তত ৬০ হাজার নারী গোলাপী রঙের ‘পুশিহ্যাট’ পড়ে যোগ দেন। ন্যাশনাল মলের সামনে এক হাজার ২শ’ বাস রাখার অনুমতি দিয়েছে পুলিশ। অপর এক খবরে বলা হয়েছে, দুই লাখ নারী এ বিক্ষোভে যোগ দেয়ার প্রাথমিক ইচ্ছার কথা জানালেও এ সংখা আড়াই লাখ ছাড়াতে পারে। শুধু ওয়াশিংটন নয়, শনিবার নিউইয়র্ক, লসএ্যাঞ্জেলেস ও সিয়াটলেও ট্রাম্পবিরোধী বিক্ষোভ হয়। সিয়াটলে একজনের ওপর গুলি চালিয়েছে পুলিশ। শনিবারের বিক্ষোভের পর নয়া মার্কিন প্রেসিডেন্টের কাছে অভিবাসীদের স্বার্থরক্ষা, গর্ভপাতের অধিকারসহ অন্যান্য দাবি জানান নারীরা। খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ছোট-বড় নানা ধরনের বিক্ষোভ হচ্ছে। নিউইয়র্কে ট্রাম্প টাওয়ারের সামনে কয়েক হাজার বিক্ষোভকারী শনিবার সকাল থেকে অবস্থান নিয়েছেন। এসব বিক্ষোভের অধিকাংশই শান্তিপূর্ণ, তবে ওয়াশিংটনে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশের একজন মুখপাত্র কোন কোন স্থানের বিক্ষোভকে দাঙ্গার সঙ্গে তুলনা করেছেন। পুলিশ জানিয়েছে, বিক্ষোভকারীদের ছোড়া ইট-পাথর থেকে শহরতলীর অনেক দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। বিক্ষোভকারীরা রাস্তায় ব্যবহৃত ও নোংরা কাগজপত্রের জন্য রক্ষিত ময়লার বাক্সে আগুন ধরিয়ে পুলিশকে প্রতিহত করার চেষ্টা চালায়। বিক্ষোভকারীদের ঠেকাতে পুলিশ মরিচগুঁড়া মেশানো পানি ছিটিয়েছে। ক্যালিফোর্নিয়া থেকে ওয়াশিংটনের বিক্ষোভে অংশ নেন জেসিকা ভোরমন নামের ৩৭ বছর বয়সী এক নারী। তিনি বলেন, এখানে সকল বয়স ও সকল ধর্মের নারীদের অংশ নেয়া দরকার। আমরা এখানে উচ্চৈঃস্বরে গান গেয়েছি, সেলফি তুলেছি আর ট্রাম্পের বিরুদ্ধে সচেতন হয়েছি। যুক্তরাষ্ট্রে নারী অধিকার রক্ষায় ট্রাম্পকে অবশ্যই পদক্ষেপ নিতে হবে।
×