ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

নিউজিল্যান্ডকে চেপে ধরেছে বাংলাদেশ

প্রকাশিত: ০৫:৫১, ২২ জানুয়ারি ২০১৭

নিউজিল্যান্ডকে চেপে ধরেছে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয়দিন পর্যন্ত বাংলাদেশ এগিয়ে ২৯ রানে। পেসারদের গতির ঝড়ের পর সাকিব আল হাসানের ঘূর্ণিতে ম্যাচে দাপট দেখাচ্ছে বাংলাদেশ। ক্রাইস্টচার্চ টেস্টে প্রথম ইনিংসে ২৮৯ রান করে তামিমবাহিনী। প্রথমদিনে বাংলাদেশের ইনিংস শেষ হতেই দিন শেষ হয়ে যায়। দ্বিতীয়দিনে নিউজিল্যান্ড ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ২৬০ রান করে। বৃষ্টির জন্য দিনটিতে ৭১ ওভার খেলা হয়। তাতে এগিয়ে থাকে বাংলাদেশই। শুরুতে পেসাররা নিউজিল্যান্ড ইনিংসে ধাক্কা দেন। ৪৭ রানেই ২ উইকেট হারায় কিউইরা। দুটিই শিকার করেন পেসার কামরুল ইসলাম রাব্বি। নিজের প্রথম ওভারের দ্বিতীয় ও চতুর্থ বলেই জিত র‌্যাভাল ও কেন উইলিয়ামসনকে সাজঘরে ফেরান। তখন বাংলাদেশ বোলাররা যে ভাল করবেন, সেই ইঙ্গিত মিলে। কিন্তু এরপরই টম লাথাম ও রস টেইলর মিলে বাংলাদেশ বোলারদের ভোগান। যেই নিউজিল্যান্ড ১৫৩ রানে পৌঁছায়, লাথাম ও টেইলর মিলে ১০৬ রানের জুটি গড়েন; তাসকিনের গতিতে পথ হারান লাথাম (৬৮)। কিছুক্ষণ পরেই ১৭৭ রানে মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে টেইলরও (৭৭) সাজঘরে ফেরেন। তখন যেন নিউজিল্যান্ডের ইনিংসের ভগ্নদশা শুরু হয়ে যায়। কিন্তু এরপর পঞ্চম উইকেটে হেনরি নিকোলস ও মিচেল স্যান্টনার দাঁড়িয়ে যান। দুইজন মিলে ৭৫ রানের জুটিও গড়েন। বাংলাদেশ বোলাররাও যেন বিশেষ কিছু করতে পারছিলেন না। পেসাররাও যেন একটানা বল করতে করতে একটু ক্লান্তিতে পড়ে যান। তখন কী করার? সাকিব ৩০ ওভার পর বল করতে আসেন। এসেই দেখিয়ে দেন স্পিন ঝলক। ২৫২ রানে স্যান্টনারকে আউট করে দেন। ৪ রানের মধ্যে আরও ২টি উইকেট তুলে নিয়ে নিউজিল্যান্ডের বারোটাই বাজিয়ে দেন। তখন ৫৬ রানে অপরাজিত থাকা নিকোলস ও ৪ রান করে অপরাজিত থাকা টিম সাউদি ব্যাট করছিলেন। ৭১ ওভারের সময় বৃষ্টি আসে। যদি দিনটিতে আরও ১৯ ওভার খেলা হত, তাহলে হয়ত অলআউটও হতে পারত নিউজিল্যান্ড। ম্যাচে বাংলাদেশ পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে ফেলত। এখন তৃতীয়দিনে দ্রুত তিন উইকেট ফেলে দেয়ার অপেক্ষায় থাকতে হচ্ছে। এরপর আবার ব্যাটসম্যানদের পালা শুরু হবে। ব্যাটসম্যানরা ভাল কিছু করতে পারলে ম্যাচ থেকে ভাল কিছু বের করা সম্ভব। আর খারাপ করলে ওয়েলিংটন টেস্টের মতো ক্রাইস্টচার্চ টেস্টেও হারের সম্ভাবনাতেই পড়ে যাবে বাংলাদেশ। পেসার তাসকিন আহমেদ অবশ্য জয়ের সম্ভাবনাই দেখছেন। এজন্য ব্যাটসম্যানদের দিকেই তাকিয়ে তিনি। শনিবার দ্বিতীয়দিন শেষে সংবাদ সম্মেলনে তাসকিন বলেছেন, ‘এই টেস্টে জেতার সামর্থ্য রাখি আমরা।’ তবে তাসকিন যোগ করেন, ‘আগামীকাল (আজ) যদি দ্রুত নিউজিল্যান্ডের বাকি ৩ উইকেট ফেলে দিতে পারি। এরপর যদি ব্যাটসম্যানরা ভাল করে। আমরা দেশের মাটিতে সর্বশেষ টেস্টে ইংল্যান্ডকে হারিয়েছি। ভাল পারফর্ম করে আমরা এই টেস্টটাও জিততে পারি। সেই সামর্থ্য আমাদের আছে। ২৬০ রানে ওদের ৭ উইকেট পড়েছে, অবশ্যই ভাল লাগছে। এখনও খুশির কিছু নেই। কারণ খেলার এখনও অনেক বাকি। আজ (শনিবার) যেহেতু খেলা শেষ, কাল (আজ) সকালে এসে আমরা ওদের যত কম রানে সম্ভব গুটিয়ে দেয়ার চেষ্টা করব। তারপর আমাদের ব্যাটসম্যানরা যদি ভাল করে, ওদের আমরা একটা ভাল লক্ষ্য দিতে চাই।’ দ্বিতীয়দিনে এগিয়ে থাকার ধারাবাহিকতা কি তৃতীয় দিনেও বজায় থাকবে?
×