ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ত্রিশ বছর পর আজ পদক পাচ্ছে অস্ট্রেলিয়া

প্রকাশিত: ০৪:১১, ২২ জানুয়ারি ২০১৭

ত্রিশ বছর পর আজ পদক পাচ্ছে অস্ট্রেলিয়া

স্পোর্টস রিপোর্টার ॥ ১৯৮৭ সালে ভারত-পাকিস্তানে আয়োজিত তৃতীয় বিশ্বকাপে প্রথমবারের মতো শিরোপা জিতেছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। মোট এগারো আয়োজনে এরপর আরও চারবার বিশ্বচ্যাম্পিয়ন হয় কুলিন অসিরা। কিন্তু ত্রিশ বছর পর আজ সেই ১৯৮৭ বিশ্বকাপের ট্রফি হাতে পাচ্ছে অস্ট্রেলিয়া। সেবার কিংবদন্তি এ্যালান বোর্ডারের নেতৃত্বে প্রথম শিরোপা জয় করে তারা। কলকাতার ইডেন গার্ডেনসে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ইংল্যান্ডকে ৭ রানে হারায় বোর্ডারবাহিনী। ম্যাচ শেষে ১৪ খেলোয়াড় ও কোচিং স্টাফের তিন সদস্য মিলে ট্রফি নিয়ে উদযাপন করলেও স্মারক হিসেবে তখন তাদের কোন পদক দেয়া হয়নি। সিডনিতে আজ পাকিস্তানের সঙ্গে সিরিজের চতুর্থ ওয়ানডের ইনিংস বিরতির সময় বোর্ডারের সেই দলকে পদকটি তুলে দেয়া হবে। এজন্য সেখানে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হবে। সেখানে বিশ্বকাপ জয়ী দলের ১৭ সদস্য ছাড়াও আইসিসির পরিচালক ডেভিড পিভার, ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড ও নির্বাহী মহাব্যবস্থাপক প্যাট হাওয়ার্ড উপস্থিত থাকবেন।
×