ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মুশফিক, মুমিনুলের পর ফিরছেন ইমরুল

প্রকাশিত: ০৪:১১, ২২ জানুয়ারি ২০১৭

মুশফিক, মুমিনুলের পর ফিরছেন  ইমরুল

স্পোর্টস রিপোর্টার ॥ ক্রাইস্টচার্চ টেস্ট শুরুর আগে আলোচিত তিনটি নাম ছিল, মুশফিকুর রহীম, ইমরুল কায়েস ও মুমিনুল হক। তিনজনই যে ওয়েলিংটনে হওয়া প্রথম টেস্টে ইনজুরিতে পড়ে দ্বিতীয় টেস্ট খেলতে পারেননি। তাদের দল থেকে বাদ দেয়া হয়েছে। তাই নিউজিল্যান্ডে থেকে আর কি করবেন। এ তিন ক্রিকেটারকেই দেশে ফিরে আসতে হচ্ছে। মুশফিক ও মুমিনুলের শনিবার রাতেই দেশে ফিরে আসার কথা রয়েছে। আর ইমরুল রওনা দেবেন আজ। এ তিন ক্রিকেটারের আগেই অবশ্য নির্ধারিত ওভারের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা সপরিবারে অস্ট্রেলিয়া ঘুরে শুক্রবার দেশে ফিরেছেন। টেস্টে বর্তমানে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রাণশক্তিই এখন তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান ও মুশফিকুর রহীম। এরমধ্যে মুশফিক, ইমরুল ও মুমিনুল যদি কোন টেস্টে না খেলেন, তাহলে কি আর দল শক্তিশালী থাকে। এরপরও ক্রাইস্টচার্চ টেস্টে ভালই লড়াই করে চলেছে দল। কিন্তু এ টেস্ট পুরো শেষ করে মুশফিক, ইমরুল, মুমিনুল দেশে ফিরতে পারছেন না। আগেই চলে আসতে হচ্ছে। ক্রাইস্টচার্চ টেস্টে আগেই এ তিন ক্রিকেটারের না খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। শেষে সত্য হয়েছে তাই। ওয়েলিংটনে হওয়া প্রথম টেস্টের পরই এ তিন ক্রিকেটার ইনজুরিতে পড়ায় শেষ পর্যন্ত আর খেলতে পারেননি। মুমিনুলকে নিয়ে একটু আশাবাদী হয়ে উঠেছিলেন প্রধান কোচ চন্দিকা হাতুরাসিংহে। কিন্তু ক্রাইস্টচার্চ টেস্টের পর ভারতের বিপক্ষে একটি টেস্ট রয়েছে বিধায় আর ঝুঁকি নেয়া হয়নি। ওয়েলিংটন টেস্টের পর বুড়ো আঙ্গুলের ব্যথা কমেনি মুশফিকের। তাই দ্বিতীয় টেস্টে মুশফিককে রাখা হয়নি। বাংলাদেশ দলের ফিজিও ডিন কনওয়ে জানিয়েছিলেন, ‘মুশফিকের ব্যথা রয়েছে। তবে দ্রুতই সেরে উঠতে পারবে। আশা করছি পরবর্তী টেস্টের (ভারতের বিপক্ষে) আগে ফিট হয়ে যাবে মুশফিক।’ দেশে ফিরে সেই ফেরার তাগিদই থাকছে মুশফিকের। ওপেনার ইমরুল কায়েসের উরুতে ভালভাবেই সমস্যা আছে। ফিজিও জানিয়েছিলেন, ‘ইমরুলের ঠিক হতে দুই সপ্তাহ সময় লাগবে।’ ভারতের বিপক্ষে টেস্ট শুরু হবে ৯ ফেব্রুয়ারি। হাতে ইমরুলের যথেষ্ট সময়ও আছে। এ দুজনকে নিয়ে তামিম জানিয়েছিলেন, ‘তারা দুজনই এই টেস্টে (ক্রাইস্টচার্চ টেস্টে) খেলতে পারবে না। ইমরুল ১০-১২ দিনের জন্য বাইরে চলে গেছে। মুশফিকের আরেকটু বেশি সময় লাগবে, ৩-৪ সপ্তাহ। আমরা আশা করেছিলাম ওরা আরও আগে ফিরবে। তবে দুজনের চোট গুরুতর নয়। উদ্বেগের কিছু নেই। ছোটখাটো সমস্যা। আশা করছি, ভারতের বিপক্ষে টেস্টে ওরা দুজনই ফিরবে। মুশফিকের চোট বুড়ো আঙ্গুলেই। মাথায় আঘাতজনিত কোন সমস্যা নেই। আর ইমরুলের চোট উরুতে।’ মুশফিক ও ইমরুলকে নিয়ে শঙ্কা থাকলেও মুমিনুলকে নিয়ে কোচই বলেছিলেন, ‘মুমিনুল পাঁজরে চোট পেয়েছিল। তবে ওর অবস্থা বেশ ভালই। আশা করছি ক্রাইস্টচার্চ টেস্টের আগেই ঠিক হয়ে যাবে।’ কিন্তু মুমিনুলও বাদ পড়ে গেলেন। ফিজিও জানান, ‘মুমিনুলের পাঁজরে স্ক্যান করা হয়েছে। কিন্তু কোন সমস্যা ধরা পড়েনি। তবে অনুশীলনে তার নড়াচড়ায় সমস্যা হচ্ছে। দ্বিতীয় টেস্টের জন্য ফিট নয় মুমিনুল।’ তাই মুমিনুলও নেই। এ তিনজনই তাই এখন দেশে ফিরে আসছেন। দেশে ফিরে নিজেদের ফিট করার চেষ্টাই শুরু করে দেবেন।
×