ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বৃষ্টির জন্য ১০ ওভারে নেমে আসা প্রথম ম্যাচে ১৯ রানের জয় স্বাগতিক প্রোটিয়াদের

দ. আফ্রিকা-শ্রীলঙ্কা দ্বিতীয় টি২০ আজ

প্রকাশিত: ০৪:১১, ২২ জানুয়ারি ২০১৭

দ. আফ্রিকা-শ্রীলঙ্কা দ্বিতীয় টি২০ আজ

স্পোর্টস রিপোর্টার ॥ ঘরের মাটিতে লঙ্কানদের বিপক্ষে প্রোটিয়াদের দাপট অব্যাহত রয়েছে। তিন টেস্টের সিরিজে সফরকারীদের ‘হোয়াইটওয়াশ’ করার পর তিন ম্যাচ সিরিজের প্রথম টি২০তে ১৯ রানের জয় পেয়েছে দ. আফ্রিকা। ডেভিড মিলার ও ফারহান বেহারদিয়ানের ঝড়োব্যাটিংয়ে বৃষ্টিবিঘিœত ১০ ওভারের ম্যাচে ৫ উইকেটে ১২৬ রানের বড় স্কোর গড়ে স্বাগতিকরা। জবাবে ৬ উইকেটে ১০৭ রানে থামে এ্যাঞ্জেলো ম্যাথুজের শ্রীলঙ্কা। জোহানেসবার্গে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি২০। শুক্রবার সেঞ্চুরিয়নে সংক্ষিপ্ত হয়ে আসা ম্যাচে ঝড় তোলেন মিলার ও বেহারদিয়ান। ৩ চার ও ৩ ছক্কায় চার নম্বরে নেমে ১৮ বলে ৪০ রান করে আউট হন কিলার মিলার। আর ছোট্ট ফরমেটে নেতৃত্ব পাওয়ার প্রথম সিরিজে উজ্জীবিত বেহারদিয়ান ১৮ বলে করেন অপরাজিত ৩২। ৩ চার ও ১টি করে ছক্কা হাঁকান তিনি। লঙ্কানদের হয়ে ২ উইকেট নেন অভিজ্ঞ পেসার নুয়ান কুলাসেকারা। জবাবে শ্রীলঙ্কার শুরুটাও ছিল দারুণ। ৫.১ ওভারেই ৫৬ রান এনে দেন দুই ওপেনার। নিরোশান দিকওয়েলা ৬ চার ও ২ ছক্কায় ১৯ বলে ৪৩ রান করে আউট হন। ১৬ বলে ২৭ রান করে ফেরেন তার সঙ্গী ধনঞ্জয়া ডি সিলভা। তবে টপ-অর্ডারের ব্যর্থতায় জয় পাওয়া হয়নি। অধিনায়ক ম্যাথুজ ৬ রানে আউট হন। ৫ বলে ৬ রান করে অপরাজিত থাকেন দীনেশ চান্দিমাল। প্রোটিয়াদের হয়ে দুটি করে উইকেট নেন ২০ বছর বয়সী অভিষিক্ত পেসার লুঙ্গি নাগিদি ও অভিজ্ঞ স্পিনার ইমরান তাহির। ম্যাচে তিন দক্ষিণ আফ্রিকান এবং শ্রীলঙ্কার হয়ে এক ক্রিকেটারের আন্তর্জাতিক অভিষেক হয়। তিলকারতেœ দিলশান, কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনের পর চতুর্থ লঙ্কান ব্যাটসম্যান হিসেবে টি২০তে ১০০০ রান পূর্ণ হতে অধিনায়ক ম্যাথুজের আর মাত্র ৭ রান চাই। ৫ উইকেট পেলে ৫০ উইকেটের ল্যান্ডমার্কে পা রাখাবেন প্রতিপক্ষ লেগস্পিনার তাহির।
×