ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অস্ট্রেলিয়া-পাকিস্তান চতুর্থ ওয়ানডে আজ

প্রকাশিত: ০৪:১০, ২২ জানুয়ারি ২০১৭

অস্ট্রেলিয়া-পাকিস্তান চতুর্থ ওয়ানডে আজ

স্পোর্টস রিপোর্টার ॥ অস্ট্রেলিয়া-পাকিস্তান চতুর্থ ওয়ানডে আজ। প্রথম ম্যাচে জয় পায় স্টিভেন স্মিথের অস্ট্রেলিয়া, তবে মোহাম্মদ হাফিজের নেতৃত্বে দ্বিতীয়টি জিতে সমতায় ফিরেছিল সফরকারী পাকিস্তান। তৃতীয় ওয়ানডে জিতে আবার এগিয়ে যায় স্বাগতিক অসিরা। সে ধারা অব্যাহত রেখে স্মিথের দল আজই সিরিজ নিশ্চিত করতে চাইছে। অতিথি পাকিদের জন্য টিকে থাকার লড়াই। ইনজুরি কাটিয়ে আজ দলে ফিরছেন নিয়মিত ওয়ানডে অধিনায়ক আজহার আলী। তার অনুপস্থিতিতে শেষ দুই ম্যাচে অধিনায়কের দাযিত্ব পালন করেন দীর্ঘদিন পর ফেরা হাফিজ। তার অধীনেই অস্ট্রেলিয়ার মাটিতে এক যুগ পর জয়ের মুখ দেখে পাকিস্তান। তবে পার্থের তৃতীয় ওয়ানডেতে ৭ উইকেটের দুর্দান্ত জয়ে এগিয়ে অসিরা। অপরাজিত সেঞ্চুরি (১০৮*) হাঁকিয়ে ম্যাচসেরা হয়েছেন অধিনায়ক স্মিথ। হাফ সেঞ্চুরিতে অভিষেকেই আলো ছড়িয়েছেন পিটার হ্যান্ডসকম্ব (৮২)। ৪৫ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে প্রতিপক্ষের ২৬৩ রান টপকে যায় স্বাগতিকরা। পার্থের প্রথম ওয়ানডেতেও ৯২ রানের বড় ব্যবধানে জিতেছিল অস্ট্রেলিয়া। ওই ম্যাচে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ম্যাথু ওয়েড (১০০*)। আর ঘুরে দাঁড়ানোর দ্বিতীয় ম্যাচটা পাকিস্তানের জন্য ছিল সত্যি অনুপ্রেণার। আজহারের ইনজুরির কারণে প্রায় ছয় মাস পর ফিরেই অধিনায়কের দায়িত্ব পেয়ে সেদিন দারুণভাবে জ্বলে ওঠেন হাফিজ। শক্তিধর প্রতিপক্ষকে মাত্র ২২০ রানে গুটিয়ে দেয় তার দল। পেসার আমির ৩, দীর্ঘদিন পর প্রত্যাবর্তনে আরেক পেসার জুনায়েদ খান ২ ও স্পিনার ইমাদ ওয়াসিম নেন ২টি করে উইকেট। এরপর ২ ওভার ২ বল বাকি থাকতে ৬ উইকেটের বড় জয়, ৭২ রানের চমৎকার ইনিংস খেলে ম্যাচসেরা হন হাফিজ। বোলিংয়ে ১ উইকেট নেয়ার পর ব্যাট হাতে ৪২* রান করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আরেক অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক। ওই ম্যাচের মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে দীর্ঘ ১২ বছর পর ওয়ানডেতে জয়ের স্বাদ পায় পাকিস্তান। ‘আনপ্রেডিক্টেবল’ পাকিরা কি পারবে সিরিজ বাঁচিয়ে রাখতে? আজহারের জন্যও ম্যাচটা কঠিন চ্যালেঞ্জের। পুনর্বাসন প্রক্রিয়া শেষে নিয়মিত ওয়ানডে অধিনায়কের ফেরাটা নিশ্চিত। ফলে বাদ পড়তে পারেন মিডলঅর্ডার ব্যাটসম্যান আসাদ শফিক। হারলেও আগের ম্যাচে রান পেয়েছেন শারজিল খান (৫০) ও বাবর আযম (৮৪)। সঙ্গে আজহার, হাফিজ, শোয়েব মালিক, উমর আকমল, মোহাম্মদ রিজোয়ানদের একসঙ্গে জ্বলে উঠতে হবে। সিরিজ জয়ে চোখ অস্ট্রেলিয়াও ভাল অবস্থায় আছে। আগের ম্যাচে দারুণ সেঞ্চুরি হাঁকিয়েছেন অধিনায়ক স্মিথ। অভিষেকে আলো ছড়িয়েছেন হ্যান্ডসকম্ব। বোলিংয়ে ভাল করেছেন জস হ্যাজলউড ও ট্রেভর হেড। মিচেল স্টার্কের ইনজুরিতে সেরা একাদশে আজ এ্যাডাম জাম্পাকে দেখা যেতে পারে। মাত্র দেড় বছরের ক্যারিয়ারে দারুণ পারফর্ম করেছেন তরুণ এই লেগস্পিনার। সিরিজ নিশ্চিত করতে আত্মবিশ্বাসী অধিনায়ক স্মিথ বলেন, ‘খেলাগুলো বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে। পাকিস্তান শক্তিশালী দল। তবে সেরটা দিয়ে এক ম্যাচ আগেই আমরা সিরিজ নিশ্চিত করতে চাই।’ সিডনি ক্রিকেট গ্রাউন্ডে নিজেদের শেষ পাঁচ ওয়ানডেতেই জিতেছে অস্ট্রেলিয়া, যা স্বাগতিকদের বাড়তি আত্মবিশ্বাস যোগাবে।
×