ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ম্যানসিটির জন্য নিজেকে যোগ্য মনে করেন না গার্ডিওলা

আর্সেনাল চেলসি মাঠে নামছে আজ

প্রকাশিত: ০৪:১০, ২২ জানুয়ারি ২০১৭

আর্সেনাল চেলসি মাঠে নামছে আজ

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ প্রিমিয়ার লীগে দুর্দান্ত গতিতে ছুটছে চেলসি। মৌসুমের প্রথম ২১ ম্যাচ থেকে ১৭টি জিতে ৫২ পয়েন্ট নিয়ে সবার ওপরে অবস্থান করছে এ্যান্তোনিও কন্তের দল। নিজেদের মাঠে আজ আবারও মাঠে নামছে ব্লুজরা। স্ট্যামফোর্ড ব্রিজে প্রতিপক্ষ হাল সিটি। নিজেদের মাঠে খেলা লীগের শেষ সাত ম্যাচের সবকটিতেই জয় পেয়েছে চেলসি। আর প্রিমিয়ার লীগে হাল সিটি কখনই হারাতে পারেনি ব্লুজদের। যে কারণে আজও স্বাভাবিকভাবেই ফেবারিটের তকমাটা গায়ে মেখে খেলতে নামবে কন্তের দল। চেলসি ছাড়াও শিরোপার দৌড়ে টিকে থাকার লক্ষ্য নিয়ে মাঠে নামছে আর্সেনাল ও লিচেস্টার সিটি। প্রিমিয়ার লীগের বর্তমান চ্যাম্পিয়ন লিচেস্টার সিটি সাউদাম্পটন সফরে যাবে। আর আর্সেনাল স্বাগত জানাবে বার্নলিকে। এদিকে গানারদের কোচ আর্সেন ওয়েঙ্গার বার্নলির বিপক্ষে মাঠে নামার আগে ফুটবলীয় সংস্কৃতি নিয়ে মন্তব্য করে আলোচনায় এসেছেন। তিনি বলেন, রোম যেমন একদিনে সৃষ্টি হয়নি তেমনি ফুটবলের সংস্কৃতিও দীর্ঘ সময় ধরে গড়ে উঠেছে। তাই সেটি বুঝতেও বছরের পর বছর সময় পার করতে হবে চীনা সুপার লীগকে (সিএসএল)। অস্কার, কার্লোস তেভেজ ও এ্যাক্সেল উইটসেলের মতো খ্যতিম্যান ফুটবল তারকাকে মোটা অঙ্কে দলে ভিড়িয়ে সম্প্রতি সিএসএলের ক্লাবগুলো দলবদলের বাজারে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের শিরোনাম হয়েছে। চীন ইতোমধ্যে তাদের ঘরোয়া লীগে অন্তর্ভুক্ত করেছে হাল্ক, এজাকুয়েল লাভেজ্জি, রামিরেস, এ্যালেক্স ট্যাক্সিয়েরা এবং কোচ আন্দ্রে ভিলাস বোয়েসর মতো বিশ্বখ্যাতদের। চীনা ফুটবলের এই উন্নতির প্রশংসা করলেও ৬৭ বছর বয়সী ফরাসী কোচ ওয়েঙ্গার জানান, প্রিমিয়ার লীগের মতো লীগের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তাদের আরও সময়ের প্রয়োজন। তিনি বলেন, ‘এক রাতেই আপনি কোন কিছুর শিখরে পৌঁছে যেতে পারবেন না। এই সংস্কৃতির সঙ্গে বছরের পর বছর হৃদ্যতা গড়ে তুলতে হবে। কঠোর পরিশ্রম করতে হবে। ১৫০ বছর আগে ইংল্যান্ডে পেশাদার ফুটবল শুরু হয়েছে। তারপরও তাদের এখনও লড়াই করতে হচ্ছে। আমার দৃষ্টিতে ফুটবল সংস্কৃতি হচ্ছে একটি ধীরগতির প্রক্রিয়া। এটি একটি বিস্ময়কর কাজও, কারণ আপনাকে একজন শিশুর মতো এটির শিক্ষা নিতে হবে। আপনি আপনার পিতা-মাতার কাছ থেকে ফুটবল শিখে আসছেন এবং সেটি পরবর্তী প্রজন্মের কাছে ছড়িয়ে দিচ্ছেন। সে জন্য সময়ের প্রয়োজন রয়েছে।’ ওয়েঙ্গার এ সময় আরও বলেন, ‘চীনে বলতে গেলে ফুটবলে বেশ নতুন। কারণ, আমি ১৯৯৫ সালে জাপান গিয়েছি, আর সেখানে পেশাদার ফুটবল শুরু হয়েছিল ১৯৯৩ সালে। এ সময় জাপানে পেশাদার ফুটবল টুর্নামেন্ট তৃতীয় বছরে পড়েছিল।’ বিশ্ব ক্লাব ফুটবলের সফল কোচদের একজন পেপ গার্ডিওলা। অথচ ম্যানচেস্টার সিটির কোচ মনে করেন তিনি সম্ভবত দলীয় খেলোয়াড়দের সঙ্গে ব্যাপকভাবে খাপ খাওয়াতে পারছেন না। যে কারণেই মিশ্রিত স্কোয়াডটি নিয়ে প্রিমিয়ার লীগের শিরোপার দৌড় থেকে বারবার ছিটকে পড়ছেন তিনি। গত সপ্তাহে এভারটনের কাছে ৪-০ গোলের বড় ব্যবধানে হেরে যাবার পর ম্যানচেস্টার সিটির এই কোচ ধরেই নিয়েছেন যে, শিরোপার দৌড় থেকে তার দলটি ছিটকে পড়েছে। ওই হারের ফলে লীগের শীর্ষ পয়েন্টধারী চেলসির সঙ্গে ১০ পয়েন্টের ব্যবধান রচিত হয়েছে সিটির। ফলে শুরুতে টানা জয়ের যে সূচনা করেছিল সিটি তা এখন ঠিক উল্টো চেহারা ধারণ করেছে। এ বিষয়ে গার্দিওলা বলেন, ‘এরা সবাই ভাল খেলোয়াড়। আমি তাদের সবাইকে সমীহ করি। তাই আমি কেন বলব তারা ভাল খেলোয়াড় নয়? সবাই ভাল খেলোয়াড়। যে কারণে তাদের পেশাদারিত্বে আমি কোন খুঁতও দেখছি না। তাই আসল সমস্যাটি যে কোথায় সেটি আমি বুঝতে পারছি না। সবাই বলাবলি করছে আমার জন্য তারা যথেষ্ট নয়। সম্ভবত আমিই তাদের জন্য যথেষ্ট নই। এরা সবাই ম্যানচেস্টার সিটির খেলোয়াড়, শীর্ষ খেলোয়াড়। তাদের মধ্যে যথেষ্ট মেধা ও যোগ্যতা রয়েছে। মৌসুমের শুরুর দিকে বিভিন্ন সময় তারা সেটি প্রমাণও করেছে।’
×