ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভারত-ইংল্যান্ড শেষ ওয়ানডে আজ

প্রকাশিত: ০৪:০৯, ২২ জানুয়ারি ২০১৭

ভারত-ইংল্যান্ড শেষ ওয়ানডে আজ

স্পোর্টস রিপোর্টার ॥ কলকাতার ইডেন গার্ডেনসে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডতে আজ মুখোমুখি হচ্ছে ভারত ও ইংল্যান্ড। টানা দুই জয়ে এরই মধ্যে সিরিজ নিশ্চিত (২-০) করেছে বিরাট কোহলির ভারত। দুটি ম্যাচেই রানের বন্যা বইয়ে দেয়া স্বাগতিকরা বেশ ফুরফুরে মেজাজে। প্রতিপক্ষকে ‘হোয়াইটওয়াশ’ করার লক্ষ্যে আত্মবিশ্বাসী কোহলি এ্যান্ড কোং। অন্যদিকে বড় স্কোর গড়ে, সেয়ানে-সেয়ানে লড়াইয়ের পর হেরে যাওয়া ইংলিশদের লক্ষ্য অন্তত জয় দিয়ে শেষ করা, সেই সঙ্গে সিরিজের ব্যবধান কমান। আনুষ্ঠানিকতার এই ম্যাচে সবচেয়ে আলোচিত মহেন্দ্র সিং ধোনির সংবর্ধনা। গ্রেট সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বাধীন ক্রিকেট এ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) আজ ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ককে আনুষ্ঠানিক এই সম্মাননা জানাচ্ছে। সিরিজের আগে যিনি সম্পূর্ণভাবে দায়িত্ব ছেড়েছেন ভারতীয়দের ‘ক্যাপ্টেন কুল’, এরপর কটকে হাঁকিয়েছেন দুর্দান্ত সেঞ্চুরি, ব্যাট হাতে পুনর্জন্মের ম্যাচে সেদিন ১৫০ রান করে আলোচনায় আরেক তারকা যুবরাজ সিং। ইনজুরির জন্য দুই দলই আজ দুই ওপেনার শিখর ধাওয়ান ও এ্যালেক্স হেলসকে পাচ্ছে না। পুনের প্রথম ম্যাচটা ছিল কোহলি (১২২) ও কেদার যাদবের (১২০) ব্যাটিং-দ্যুতিতে ভাস্বর। দুই জনের ম্যারাথন সেঞ্চুরির কল্যাণে ভারত সাড়ে তিন শ’ (৩৫০) রান টপকে তুলে নিয়েছিল ৩ উইকেটের দারুণ জয়। তিন ভার্সনে অধিনায়ক হওয়ার পর সেটি ছিল কোহলির প্রথম ম্যাচ। আর কটকের দ্বিতীয় ওয়ানডের গল্পটা কেবলই ধোনি ও যুবরাজের। ২৫ রানে ৩ উইকেট পড়ে যাওয়ার পর চতুর্থ উইকেটে দুই জনের ২৫৬ রানের জুটি। যুবরাজ ১২৭ বলে ১৫০ (২১ চার, ৩ ছক্কা), ধোনি ১২২ বলে ১৩৪ (১০ চার, ৬ ছক্কা)। ভারত ৬ উইকেটে ৩৮১। এরপর প্রতিপক্ষকে ৩৬৬তে থামিয়ে দিয়ে ১৫ রানের চিত্তাকর্ষক জয়। বিফলে যায় ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগানের ৮১ বলে ১০২ রানের ম্যারাথন ইনিংসও (৬ চার, ৫ ছক্কা)। পুরনো চোটের কারণে ছিটকে গেছেন ধাওয়ান। নিউজিল্যান্ড সিরিজের সময় আঙ্গুলে যে চোট পেয়েছিলেন সেটি আরও প্রকট হওয়ায় অফ-ফর্মে থাকা এই ওপেনারকে হাসপাতালে পাঠান হয়েছে। তার পরিবর্তে ওপেনিংয়ে আজ লোকেশ রাহুলের সঙ্গে অজিঙ্কা রাহানেকে দেখা যেতে পারে। তবে কোহলি, ধোনি, যুবরাজ, কেদার যাদব, হারদিক পা-িয়ারা যে ফর্মে তাতে স্বাগতিকরা হয়ত ধাওয়ানের অনুপস্থিতি আমলে নিচ্ছে না। এমনিতে ওপেনিং জুটি পুরোপুরি ব্যর্থ। আগের ম্যাচেই অধিনায়ক কোহলি বলেছেন, এটা তাদের সামর্থ্যরে ৭৫ ভাগ মাত্র, শতভাগ দিতে পারলে প্রতিটি ম্যাচেই ৪০০ রান তোলা সম্ভব। অন্যদিকে ‘হোয়াইটওয়াশ’ এড়ানোর কঠিন ম্যাচে হেলসকে পাচ্ছে না সফরকারীরা। আগের ম্যাচে প্রতিপক্ষ ব্যাটসম্যান ধোনির ক্যাচ নিতে গিয়ে হাতে চোট পেয়েছেন এই ওপেনার। তার পরিবর্তে তিন ম্যাচের টি২০তে জনি বেয়ারস্টোকে ডাকা হয়েছে, তবে আজ তাকে একাদশে রাখা হবে কি না, সেটি নিশ্চিত নয়। হেলস এমনিতে ফর্মে নেই। করেছেন ৯ ও ১৪ রান। অথচ তার সঙ্গী জেসন রয় ৭৩ ও ৮২ রানের দারুণ দুটি ইনিংস উপহার দিয়েছেন। ওপেনিংয়ে তার সঙ্গে আজ স্যাম বিলিংসকেও দেখা যেতে পারে। এদিকে ওই ম্যাচে সেøা-ওভার রেটের জন্য অধিনায়ক ইয়ন মরগানের ম্যাচ ফির ২০ শতাংশ ও দলের অন্য ক্রিকেটারদের ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। হেরে গেলেও দুটি ম্যাচে সফরকারী দল যেভাবে খেলেছে তাতে খুশি অধিনায়ক। মরগান বলেন, ‘উপমহাদেশে, বিশেষ করে ভারতের মাটিতে খেলা সহজ নয়। এরপরও দুটি ম্যাচেই আমরা আশান্বিত হওয়ার মতো ব্যাটিং করেছি। কলকাতায় জয় দিয়ে সিরিজ শেষ করতে চাই।’ ওয়ানডের আগে পাঁচ টেস্টের সিরিজ ৪-০তে হারে এ্যালিস্টার কুকের ইংল্যান্ড। ওয়ানডে শেষে দুই দল তিন ম্যাচের টি২০তে অংশ নেবে।
×