ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টুকরো খবর

প্রকাশিত: ০৪:০৯, ২২ জানুয়ারি ২০১৭

টুকরো খবর

মুজিবনগর থেকে কৃষককে নিয়ে গেছে বিএসএফ স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর সীমান্ত থেকে রুপচাঁদ (৩৫) নামের এক কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার ভোরে সীমান্তের মেইন পিলার ১০৬ এর সাব পিলার ৪ এর কাছে জমিতে সেচ দেয়ার সময় তাকে ধরে নিয়ে যায়। সে সোনাপুর গ্রামের ফকির শেখের ছেলে। মুজিবনগর ক্যাম্প কমান্ডার সুবেদার ওয়াহেদ জানান, ভোরে সোনাপুর সীমান্তের ধান ক্ষেতে সেচ দিতে যায় রুপচাঁদ। এ সময় বিএসএফের সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। সকালে চিঠির মাধ্যমে পতাকা বৈঠকের জন্য আমন্ত্রণ জানানো হয় বিএসএফকে। সকাল সাড়ে ৯টার দিকে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবার কথা থাকলেও তারা না আসায় বৈঠক অনুষ্ঠিত হয়নি। সকাল সাড়ে ১১টার দিকে রুপচাঁদকে নদীয়ে জেলার চাপড়া থানায় হস্তান্তর করা হয়েছে। স্কুলের সভাপতির মুক্তির দাবি সংবাদদাতা, মীরসরাই, চট্টগ্রাম ॥ হত্যা মামলায় অভিযুক্ত বিদ্যালয়ের সভাপতি ইউপি সদস্যের মুক্তির দাবিতে ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। অন্তত ৩০ মিনিট অবরোধ করে রাখার পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শনিবার সকালে করেরহাট বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে পশ্চিম অলিনগর এলবি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ স্থানীয়রা অংশগ্রহণ করে। ইউপি সদস্যের নাম সফি উদ্দিন। করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসিম জানান, গত ১৭ জানুয়ারি সফি উদ্দিনকে হত্যা মামলার মিথ্যে অভিযোগে গ্রেফতার করে ছাগলনাইয়া থানা পুলিশ। তিনি ওই মিথ্যা মামলা তুলে নেয়ার দাবি জানান। তা না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। কলেজ জাতীয়করণ দাবিতে মানববন্ধন সংবাদদাতা, বোয়ালমারী, ফরিদপুর, ২১ জানুয়ারি ॥ মূল বেতনের বার্ষিক ৫ভাগ বৃদ্ধি, বৈশাখী ভাতা প্রদান ও শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে শনিবার সকালে মানববন্ধন কর্মসূচী পালন করে কাদিরদী কলেজের শিক্ষক কর্মচারীবৃন্দ। কলেজের সামনে বোয়ালমারী-ফরিদপুর সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ নুরুজ্জামান মিয়া, উপাধ্যক্ষ রঞ্জন ব্যানার্জী, জাকির হোসেন, শামিম জোয়ারদার, কাবেরি শেলী, আক্তারুজ্জামান, ইরফান উদ্দিন আহমেদ, মিজানুর রহমান মুন্সী, অসিত বরন বিশ্বাস ও হাবিবুর রহমান। বেড়িবাঁধ মেরামত দাবি নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ২১ জানুয়ারি ॥ বেড়িবাঁধ মেরামতের দাবিতে মহিপুর ইউনিয়নের পাঁচ গ্রামের কৃষক শনিবার দুপুরে মানববন্ধন করেছে। মৎস্য বন্দর মহিপুরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নদী ভাঙ্গনে বিধ্বস্ত জনপদ নিজামপুর, সুধীরপুর, কমরপুর, ইউসুফপুর ও পুরান মহিপুর গ্রামের কৃষকরা এ মানববন্ধনে অংশ নেয়। এতে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধ আবুল কালাম আযাদ, কৃষক রুস্তুম শরীফ, নয়া শরীফ ও মন্নান শরীফ। বক্তারা জানান, তিন বছর তারা বর্ষা মৌসুমে আন্ধারমানিক নদীর জোয়ারের ঝাপটায় ভাসছেন। বাড়িঘরে থাকতে পারেন না। রাস্তাঘাট সব বিধ্বস্ত হয়ে গেছে। অস্ত্র উদ্ধার স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পাইপগান উদ্ধার করেছে মুজিবনগর থানা পুলিশ। শুক্রবার রাতে ওই গ্রামের মোকাম আলীর বাড়ির পাশে একটি বাগান থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়েছে। মুজিবনগর থানার ওসি জানান, পুলিশের একটি দল মহাজনপুর গ্রামের মোকাম আলীর বাড়ির পাশে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ওই পাইপ গানটি উদ্ধার করেছে। ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ শনিবার ট্রেনে কাটা পড়ে এক মহিলা নিহত হয়েছে। আনুমানিক তার পরিচয় পাওয়া যায়নি। জয়দেবপুর রেলওয়ে জংশন ফাঁড়ির এএসআই দাদন মিয়া জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের পূর্বচান্দনা এলাকায় শনিবার সকালে ঢাকা-ময়মনসিংহ রেলপথ পার হচ্ছিল এক মহিলা (৩০)। এ সময় ঢাকা থেকে জামালপুরগামী কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে সে দ্বিখ-িত হয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্কুল জাতীয়করণ দাবিতে অনশন নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর, ২১ জানুয়ারি ॥ কালকিনি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় জাতীয়করণের দাবিতে এবার দিনব্যাাপী অনশন কর্মসূচী পালন ও ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছে শিক্ষক-শিক্ষার্থীরা। শনিবার সকালে বিদ্যালয় চত্বরে এ কর্মসূচী পালন করা হয়েছে। এ সময় বক্তব্য রাখেনÑ প্রধান শিক্ষক এইচএম নজরুল ইসলাম, শিক্ষক মনিরুজ্জামান, আবদুল কাদের, রায়হান ও আবুল কালাম আজাদ। চার হাজার ইায়াবা উদ্ধার নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ২১ জানুয়ারি ॥ ঢাকা-চট্টগ্রাম মহসড়কের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকা থেকে শুক্রবার গভীর রাতে চার হাজার ইয়াবা ট্যাবলেটসহ আবুল কালাম (২৮) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় ইয়াবা বহনের কাজে ব্যবহৃত একটি নোয়া মাইক্রোবাস জব্দ করা হয়। গ্রেফতারকৃত আবুল আলাম চট্টগ্রাম হাটহাজারী থানার মদুনা ঘাট এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে। জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জানায়, ১০ দিনের রিমান্ড চেয়ে গ্রেফতারকৃত আবুল কালামকে শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে। বেদেদের উন্নয়নে সমাবেশ স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ লৌহজংয়ে বেদেদের ভাগ্য ও আর্থ সামাজিক উন্নয়নে সমাবেশ হয়েছে। শনিবার উপজেলার গোয়ালী মান্দ্র বেদে পল্লীতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক সায়লা ফারজানা। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহা. হারুন অর রশীদ, লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনির হোসেন, হলদিয়া ইউপি চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক প্রমুুখ। এ সময় বক্তাগণ বেদেদের ভাগ্য উন্নয়নে সরকারের সহায়তার কথা উল্লেখ করে বাল্যবিয়ে, যৌতুক, শিক্ষা, সেনিটারি টয়লেট ব্যবহারসহ বিভিন্ন প্রশিক্ষণমূলক কাজ নিয়ে আলোচনা করেন। এ সময় জেলা প্রশাসক বেদেদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বলও বিতরণ করেন। উল্লেখ্য, আগামী শুক্রবার বেদেদের ভাগ্য উন্নয়নে এখানে একটি সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করতে আসছেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।
×