ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সুজানগরে শিশুসহ চার ঘর পুড়ে ছাই

প্রকাশিত: ০৪:০৮, ২২ জানুয়ারি ২০১৭

সুজানগরে শিশুসহ চার ঘর পুড়ে ছাই

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ২১ জানুয়ারি ॥ সুজানগর উপজেলার সাগরকান্দি ইউনিয়নের মাধিয়াকান্দি গ্রামে মুছা শেখের বাড়িতে এক অগ্নিকা-ের ৪টি বসতঘর ভস্মীভূতসহ ৪ বছরের শিশু পুড়ে মৃত্যু হয়েছে। অগ্নিকা-ে এ ঘটনাটি শুক্রবার রাতে ঘটেছে। এলাকাবাসী জানিয়েছে, মুছা শেখের বাড়িতে শুক্রবার রাতে কেরোসিনের বাতি থেকে আগুনের সূত্রপাত ঘটে। অগ্নিকা-ে এ সময় ৪টি ঘর ভস্মীভূত হওয়াসহ আলিম হোসেনের শিশু কন্যা রুপা খাতুন পুড়ে মারা যায়। স্থানীয় দমকল বাহিনী ও এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকা-ে ১০ লক্ষাধিক টাকার সম্পদ পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান। লাকসাম নিজস্ব সংবাদদাতা লাকসাম, কুমিল্লা থেকে জানান, লাকসাম পৌরশহরের বাজারে শুক্রবার রাত ১১টার দিকে অগ্নিকা-ে দেড় শতাধিক দোকান ঘর প্রায় পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে ব্যবসায়ীরা জানায়। স্থানীয় সূত্রে জানায়, রাত ১১টার দিকে আকস্মিকভাবে পৌরশহরের প্রাণকেন্দ্র দৌলতগঞ্জ বাজারের কাপড়িয়াপট্টি, স্বর্ণপট্টি ও মনোহরীপট্টির দোকানে আগুন লাগে। টঙ্গী নিজস্ব সংবাদদাতা টঙ্গী থেকে জানান, শনিবার দুপুরে টঙ্গীর মিলগেট নামাবাজার এলাকায় একটি বস্তি ও ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩৫টি ঝুটের গোডাউন ও ১৫২টি বস্তিঘর ভস্মীভূত হয়েছে। টঙ্গী ফায়ার সার্ভিসসহ ৯টি ইউনিট ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে ঝুটের গোডাউন ও বস্তিঘরগুলো ভস্মীভূত হয়ে যায়। এ ঘটনায় দু’জন আহত হয়েছে। রিক্সায় জীবিকা প্রতিবন্ধী মুকুলের নিজস্ব সংবাদদাতা, শাহজাদপুর, সিরাজগঞ্জ, ২১ জানুয়ারি ॥ শাহজাদপুরে রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করছেন পঙ্গু মুকুল হোসেন। জানা গেছে, উপজেলার চিথুলিয়া গ্রামের মৃত শুকুর আলীর ছেলে মুকুল হোসেন (৪৫) বাতজ্বরে আক্রান্ত হলে চিকিৎসকরা তার পা দুটি কেটে ফেলেন, তাই তিনি কাজ করার শক্তি হারিয়ে ফেলেন। পরে স্থানীয় যুব সমিতির কাছ থেকে সহজশর্তে ৫০ হাজার টাকা ঋণ গ্রহণ করে একটি ব্যাটারিচালিত রিক্সা ক্রয় করে সেটি নিজেই চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। তিনি জানান, সংসারে এক ছেলে ও একটি মেয়ে রয়েছে। তাদের মুখে অন্ন তুলে দিতে পারছিলাম না। তাই বাধ্য হয়ে জীবনের তাগিদে রিক্সা চালাচ্ছি। এ দুর্দশা দেখে একজনের সহায়তার উপজেলা নির্বাহী অফিসার আলিমুল রাজীব তাকে নগদ ৩৬ হাজার টাকা অনুদান দেন। তিনি জানান, এখন আমি রিক্সা চালিয়ে ছেলেমেয়ের মুখে দু’বেলা দু’মুঠো অন্ন তুলে দিতে পারছি। দুই যুবতীকে আটকে নির্যাতন ॥ আটক ৫ স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ দুই যুবতীকে আটকে রেখে যৌন ব্যবসায় বাধ্য করার অভিযোগে দুই নারীসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার পর্যন্ত দু’দিন অভিযান চালিয়ে পাঁচলাইশ পুলিশ এদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে মিন্টু তালুকদার, দুলাল শীল ও তার স্ত্রী সুমি শীল, রতন দাশ ওরফে মানিক ও তার স্ত্রী বেবীদাশ। পুলিশ জানায়, গত ১২ ডিসেম্বর চাকরির অন্বেষণে এক যুবতী ব্রাহ্মণবাড়িয়া থেকে চট্টগ্রামে আসে। অচেনা এ শহরে ষোলশহর এলাকায় তার সঙ্গে পরিচয় হয় দুলাল শীল নামের এক ব্যক্তির সঙ্গে। চাকরির জন্য এসেছেন বিষয়টি শোনার পর দুলাল তাকে বাসায় নিয়ে যায়। এ সময় অন্য এক যুবতীও ওই ঘরে আটকা অবস্থায় দেখতে পায় সে। পুলিশ বিভিন্ন সূত্রে খবর পেয়ে উদ্ধার অভিযান চালায়। উদ্ধারকৃত যুবতীরা তাদের জানিয়েছে, তাদের একটি রুমে আটকে রেখে যৌন ব্যবসায় বাধ্য করা হয়। এতে রাজি না হওয়ায় তাদের অশ্লীল ছবি তুলে পরিবারের কাছে পাঠানোর পাশাপাশি ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয়। বন্দরে নিয়োগে চট্টগ্রামবাসীকে অগ্রাধিকার দেয়া উচিত ॥ মেয়র স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন সংশয় প্রকাশ করেছেন চট্টগ্রাম নিয়ে চট্টগ্রামের মন্ত্রীরা আন্তরিক কিনা? বিষয়টি ভেবে দেখা উচিত। দেশের বৃহত্তম চট্টগ্রাম সমুদ্রবন্দরে নিয়োগের ক্ষেত্রে এখানকার মানুষদের অগ্রাধিকার দেয়া উচিত। চট্টগ্রামে সরকারী-বেসরকারী খাতে এবং বন্দরে হাজার হাজার নিয়োগ হচ্ছে। এ নিয়ে কারও তেমন কোন মাথাব্যথা নেই। কেউ বলছেন না চট্টগ্রামের লোকদের নিতে হবে। তিনি দাবি করেন, এসব ক্ষেত্রে চট্টগ্রামের মানুষদের অগ্রাধিকার দেয়া উচিত। শনিবার দুপুরে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে ঢাকায় চট্টগ্রাম সমিতির উদ্যোগে জেলার বিভিন্ন উপজেলায় অসচ্ছল পরিবারের মাঝে সেলাই মেশিন ও ভ্যানগাড়ি বিতরণ অনুষ্ঠানে মেয়র এসব কথা বলেন। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি ও সাবেক মুখ্যসচিব আবদুল করিম ও সদস্য সচিব সফিকুর রহমান সফিক, রেজাউর রহমান চৌধুরী মোস্তাক, মহিউল ইসলাম মহি, নাসির উদ্দিন, গিয়াস উদ্দিন খান প্রমুখ বক্তব্য রাখেন।
×