ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মোটরসাইকেলের পরও লাইসেন্সের টাকা দাবি ॥ স্ত্রীকে খুন

প্রকাশিত: ০৪:০৭, ২২ জানুয়ারি ২০১৭

মোটরসাইকেলের পরও লাইসেন্সের টাকা দাবি ॥ স্ত্রীকে খুন

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ হাসি বেগম ওরফে রূপালী (২০) নামে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে যশোর সদরের ভাতুড়িয়া গ্রামের নিজ ঘরের খাটের ওপর থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। গৃহবধূর স্বজনদের দাবি, যৌতুক মোটরসাইকেল কিনে দেয়ার পর এর লাইসেন্স করার জন্যও টাকা দাবি করে স্বামী আবদুর রহিম। এই দাবি পূরণ না হওয়ায় তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। হাসি বেগম ওরফে রূপালী যশোর সদরের ভাতুড়িয়া গ্রামের আবদুর রহিমের স্ত্রী। তিনি মণিরামপুরের ঝাঁপা এলাকার ডালিম হোসেনের মেয়ে। মৃতের চাচা মাহাবুবুল আলম ও রফিকুল ইসলাম জানান, হাসি বেগম ওরফে রূপালীর পিতা ডালিম হোসেন বিদেশ থাকেন। তার (হাসি) স্বামী আবদুর রহিম গত ডিসেম্বর মাসে মোটরসাইকেল কিনে দিতে চাপ দেয়। বাধ্য হয়ে মোটরসাইকেল ক্রয় করে দেয়া হয়। এখন সেই মোটরসাইকেলের লাইসেন্স করার জন্য টাকা দাবি করে রহিম। এ নিয়ে হাসিকে রহিম নির্যাতন করত। এরই জের ধরে শুক্রবার মধ্যরাতে হাসিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। পাবনায় ভ্যানচালক নিজস্ব সংবাদদাতা পাবনা থেকে জানান, সদর উপজেলার আতাইকুলায় মনিরুল ইসলাম বাটুল (২০) নামের এক অটোভ্যান চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতের কোন এক সময় তাকে হত্যা করা হয় বলে পুলিশের ধারণা। শনিবার সকালে তার গলাকাটা লাশ উদ্ধার করা হয়। নিহত মনিরুল ইসলাম বাটুল সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের রহিমপুর গ্রামের মহির উদ্দিনের ছেলে। কক্সবাজারে দুইজন স্টাফ রিপোর্টার কক্সবাজার থেকে জানান, শহরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মোস্তফা কামাল নামে একজন ই-বাইক (টমটম) চালক নিহত হয়েছে। শনিবার ভোরে শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া চেয়ারম্যান ঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি এবিসি ঘোনার নুরুল ইসলামের পুত্র। নিহত মোস্তফা কামালের মা জানান, প্রায় এক মাস আগে টমটম ভাড়া নিয়ে বাবু, রফিকসহ স্থানীয় তিন যুবকের সঙ্গে তার ছেলের বাকবিত-ার ঘটনা ঘটে। এরই জের ধরে পরিকল্পিতভাবে তার পুত্রকে প্রথমে ছুরিকাঘাত এবং পরে উপুর্যপরি কুপিয়ে জখম করা হয়। কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসার সময় পথিমধ্যে মোস্তফা কামাল মারা যায়। টেকনাফে ছক্কা খেলাকে কেন্দ্র করে এক রাজমিস্ত্রি যুবককে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার রাতে সাবরাং ম-ল পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত যুবক ছৈয়দ হোসেন কক্সবাজার শহরের রোমালিয়াছড়ার আবদুল মতলবের পুত্র। জানা যায়, একটি বাড়িতে কাজ করারত ৪ যুবক রাতে ছক্কা খেলছিল। তাদের মধ্যে তর্কাতর্কির এক পর্যায়ে তিন যুবক মিলে ছৈয়দ হোসেনকে দা ও লাটি দিয়ে বেদড়ক মারধর করে। এতে তিনি ঘটনাস্থলে প্রাণ হারান। নবীনগরে চাচা সংবাদদাতা নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া থেকে জানান, নবীনগরে দুলু মিয়া (৫৬) নামে এক ব্যক্তি তার ভাতিজার হাতে খুন হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের জল্লিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই ঘাতক নজরুল ইসলাম ওরফে নজু মিয়া পালিয়ে যাওয়ায় তাকে আটক করতে পারেনি পুলিশ। কুমিল্লায় নৈশপ্রহরী নিজস্ব সংবাদদাতা কুমিল্লা থেকে জানান, কোটবাড়িস্থ সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের নৈশপ্রহরী আইয়ুব আলীর (৬০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে বিশ^বিদ্যালয়ের ক্যাম্পাস থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে। সে একই এলাকার সালমানপুর গ্রামের আশ্রাফ খানের পুত্র। জানা যায়, শুক্রবার রাতে আইয়ুব আলী দায়িত্ব পালন করতে ক্যাম্পাসে যায়। শনিবার ভোরে ওই প্রতিষ্ঠানের কেয়ারটেকার খোরশেদ আলম ক্যাম্পাসে গিয়ে মরদেহ পড়ে থাকতে দেখে।
×