ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লিপু হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

প্রকাশিত: ০৪:০৭, ২২ জানুয়ারি ২০১৭

লিপু হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

রাবি সংবাদদাতা ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র মোতালেব হোসেন লিপু হত্যা মামলা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কাছে হস্তান্তর করা হচ্ছে। শনিবার দুপুরে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র ইফতেখায়ের আলম এ তথ্য নিশ্চিত করেছেন। ইফতেখায়ের আলম বলেন, রাবি ছাত্র মোতালেব হোসেন লিপু হত্যা মামলাটি সিআইডির কাছে হস্তান্তর সংক্রান্ত একটি আদেশনামা এসেছে। দুই-তিন দিনের মধ্যেই মামলাটি পুলিশের কাছ থেকে হস্তান্তর করে সিআইডির কাছে দেয়া হবে। মামলার নথি পাওয়ার পর সিআইডি তদন্ত শুরু করবে। এদিকে লিপু হত্যার দ্রুত বিচার দাবিতে শনিবার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা। দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্বরের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে এসে সমাবেশ করে শিক্ষার্থীরা। সমাবেশে বক্তারা বলেন, তিন মাসেও লিপু হত্যার কোন অগ্রগতি দেখছি না। পুলিশ বার বার আমাদের সঙ্গে প্রহসন করছে। দেশের অন্য হত্যাকা-ের মতো লিপু হত্যাও নাটকীয়তায় রূপ নিচ্ছে। তদন্তে অগ্রগতি না হলে আমরা আরও কঠোর কর্মসূচী ঘোষণা করতে বাধ্য হব।
×