ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রভাব খাটিয়ে কোন মুক্তিযোদ্ধাকে বাদ দেয়ার সুযোগ নেই ॥ খাদ্যমন্ত্রী

প্রকাশিত: ০৪:০৬, ২২ জানুয়ারি ২০১৭

প্রভাব খাটিয়ে কোন  মুক্তিযোদ্ধাকে বাদ  দেয়ার সুযোগ  নেই ॥ খাদ্যমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ, ২১ জানুয়ারি ॥ রাজনৈতিক প্রভাব খাটিয়ে কোন মুক্তিযোদ্ধাকে বাদ দেয়ার বা তালিকায় অন্তর্ভুক্ত করার কোন সুযোগ নেই। যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়নের জন্য আজকের আয়োজন। শনিবার বেলা ১১টায় কেরানীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির উদ্বোধনী সভায় খাদ্যমন্ত্রী মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোঃ কামরুল ইসলাম এমপি এ কথা বলেছেন। মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি করেন। বিএনপি-জামায়াত সরকারের আমলে ৪৫ হাজার ভুয়া মুক্তিযোদ্ধা তালিকায় আসে। বর্তমান সরকার প্রকৃত মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা করার জন্য উদ্যোগ নেয়। আগামী এক সপ্তাহের মধ্যে প্রকৃত মুক্তিযোদ্ধাদের যাচাই করে তালিকা টাঙিয়ে দেয়া হবে। উপজেলা নির্বাহী অফিসার আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী সভায় আরও বক্তব্য রাখেনÑ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, মুক্তিযোদ্ধা আবু সাঈদ মিয়া (কমান্ডার, ঢাকা জেলা ইউনিট কমান্ড), হাবিবুর রহমান (ঢাকা জেলা ইউনিট কমান্ড), শাহজাহান (কমান্ডার, কেরানীগঞ্জ উপজেলা কমান্ড), সিদ্দিকুর রহমান (ডেপুটি কমান্ডার), ডাঃ নুর মোহাম্মদ, শহিবুদ্দিন ও ফিরোজ আলম।
×