ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাদক ছেড়ে সুপথে, পুলিশের আহ্বানে সাড়া ১৩৬ জনের

প্রকাশিত: ০৪:০৫, ২২ জানুয়ারি ২০১৭

মাদক ছেড়ে সুপথে, পুলিশের আহ্বানে সাড়া ১৩৬ জনের

মামুন-অর-রশিদ, রাজশাহী ॥ পুলিশের আহ্বানে সাড়া দিয়ে দীর্ঘদিনের মাদক বিক্রি ছেড়ে সুপথে ফিরছেন রাজশাহী নগর ও চারঞ্চলের অর্ধশতাধিক ব্যক্তি। পুলিশের পক্ষ থেকেও তাদের করা হচ্ছে পুনর্বাসনের ব্যবস্থা। গত একমাসে রাজশাহীর বিভিন্ন মাদক পল্লীর শতাধিক নারী-পুরুষ পুলিশের আহ্বানে সাড়া দিয়ে অঙ্গীকার করে ফিরে এসেছে সুপথে। নারীদের সেলাই মেশিন ও পুরুষদের রিকশাভ্যান অথবা দোকান করার টাকা দিয়ে পুলিশের পক্ষ থেকে তাদের পুনর্বাসন করা হচ্ছে। রাজশাহী নগর পুলিশে যোগ দেয়ার পর এ উদ্যোগ গ্রহণ করেছেন আরএমপি কমিশনার শফিকুল ইসলাম। রাজশাহী মহানগর পুলিশের কমিশার শফিকুল ইসলাম বলেন, নগরীতে মাদকের ছোবল থেকে নতুন প্রজন্মকে মুক্ত করতে প্রাথমিক এ উদ্যোগ নেয়া হয়েছে। তাদের এ উদ্যোগে সাড়া দিয়ে অনেকে ফিরছেন সুপথে। তিনি বলেন, মাদকের কারবার ছাড়লে তাদের পুনর্বাসন করা হবে। না ছাড়লে নেয়া হবে কঠোর আইনী ব্যবস্থা। সর্বশেষ শুক্রবার বিকেলে এক অনুষ্ঠানের মাধ্যমে ‘মাদকের আখড়া’ খ্যাত নগরীর উপকণ্ঠ গুড়িপাড়ার ৫৩ মাদক বিক্রেতা তাদের এ কর্ম পরিত্যাগ করার ঘোষণা দিয়েছেন। পুলিশের পক্ষ থেকে তাদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়েছে। এদের মধ্যে ১৫ দরিদ্র নারী-পুরুষকে ভ্যান ও নগদ অর্থ দিয়ে পুনর্বাসন করা হয়েছে। মাদক ব্যবসা ছেড়ে দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার ঘোষণা দিয়ে নগরীর চামারপাড়া মহল্লার হোসনে আরা বেগম ওই অনুষ্ঠানে বলেন, কুকুরের দাম আছে, কিন্তু এতদিন আমাদের কোন দাম ছিল না। তাই মাদক ছেড়ে দিলাম। সমাজে মাথা উঁচু করে দাঁড়ানো যায় না মাদক বিক্রি করলে। আত্মীয়স্বজন কেউ বাসায় আসে না। সবাই ঘৃণা করে। আমি মাদক ব্যবসা ছেড়েছি! গর্বে আমার বুক ভরে উঠছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, মাদক পরিত্যাগকারী ৫৩ নারী-পুরুষের মধ্যে প্রায় সবার নামে এক বা একাধিক মাদকের মামলা আছে। তবে আগামীতে তারা আর কখনও মাদক বিক্রি করবেন না বলে জানিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। পরোয়ানা না থাকায় পুলিশ এ সময় কাউকেই গ্রেফতার করেনি।
×