ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এক কাপ চা খেয়েই হোয়াইট হাউস ছাড়লেন ওবামা

প্রকাশিত: ০৩:৩৮, ২২ জানুয়ারি ২০১৭

এক কাপ চা খেয়েই হোয়াইট হাউস ছাড়লেন ওবামা

যুক্তরাষ্ট্রের সদ্য বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামার হোয়াইট হাউসে থাকার দিন শেষ হয়েছে। প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব শেষ করলেন তিনি। তার শেষ বিদায় মুহূর্তটি কেমন তা নিয়ে রয়েছে অনেক চিন্তাভাবনা। খবর ওয়েবসাইটের। হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে, বিশেষ বৈঠকখানায় শেষ মুহূর্তের জন্য সংবাদপত্রের পাতায় চোখ রাখেন ওবামা। এর পরই তাঁর চলে যাওয়ার পর্ব শুরু হয়। নির্দিষ্ট সময়ে নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সস্ত্রীক হাজির হন। ট্রাম্প দম্পতি আসতেই তাঁদের নিয়ে বিশেষ চা বৈঠকে যোগ দেন বারাক ও মিশেল ওবামা। দেশের সদ্য সাবেক ফার্স্টলেডি মিশেল ওবামা নতুন ফার্স্টলেডিকে চা পানের জন্য ডাকেন। এই-ই নিয়ম। চা শেষ হতেই হোয়াইট হাউসে বারাক ওবামার দিন শেষ। চায়ের কাপে শেষ চুমুক দিয়েই ঘর থেকে বেরিয়ে যান ওবামা। একসঙ্গেই গাড়িতে ওঠেন ওবামা ও ট্রাম্প দম্পতি। শুরু হয় গাড়ির শোভাযাত্রা। ওই যাত্রা শেষ হয় ক্যাপিটল হিলে। সেখানেই অভিষেক অনুষ্ঠানের মূলপর্ব। শপথ নেন নতুন প্রেসিডেন্ট ট্রাম্প। শপথ নেয়ার পর যুক্তরাষ্ট্রের সদ্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম ভাষণ দেন সেখানে।
×