ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মার্কিন মুসলমানদের প্রতি সংহতি জানাতে খ্রীস্টানদের প্রতি আহ্বান

প্রকাশিত: ০৩:৩৮, ২২ জানুয়ারি ২০১৭

মার্কিন মুসলমানদের প্রতি সংহতি জানাতে খ্রীস্টানদের প্রতি আহ্বান

যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শুক্রবার অভিষিক্ত হয়েছে। তিনি এমন এক ব্যক্তি যার ভাষা, প্রস্তাবিত নীতি ও অন্যান্য আচরণ ছিল মুসলমানদের জন্য বিরূপ। এই পরিস্থিতিতে একটি প্রগতিশীল খ্রীস্টান গ্রুপ বিবেকবান লোকদের স্থানীয় মসজিদে যেতে ও মুসলমান প্রতিবেশীদের সঙ্গে দাঁড়িয়ে তাদের প্রতি একাত্মতা প্রকাশ করার আহ্বান জানিয়েছে। খবর হাফিংটন পোস্টের। লস এ্যাঞ্জেলসভিত্তিক গ্রুপ প্রোগ্রেসিভ ক্রিশ্চিয়ান ইউনাইটিং (পিসিইউ) জানুয়ারির শুরুতে তাদের নেটওয়ার্কে এক উদ্যোগ ঘোষণা করে। এতে অন্তত সাতটি স্বাধীন খ্রীস্টান গ্রুপ ও অন্যান্য বিবেকবান নাগরিকদের প্রেসিডেন্ট ট্রাম্পের শপথ অনুষ্ঠানের সময় ক্যালিফোর্নিয়াজুড়ে মুসলমানদের সঙ্গে প্রার্থনা করবে বলে সংগঠনটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
×