ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মার্কিন জাতীয়তাবাদের নতুন যুগের সূচনা!

প্রকাশিত: ০৩:৩৭, ২২ জানুয়ারি ২০১৭

মার্কিন জাতীয়তাবাদের  নতুন যুগের সূচনা!

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন এবং আমেরিকানদের সহায়তা নিয়ে এদেশ পুনর্গঠনের অঙ্গীকার ব্যক্ত করেছেন। খবর টেলিগ্রাফ অনলাইনের। শপথ নেয়ার পর ক্যাপিটলের সিঁড়িতে দাঁড়িয়ে ট্রাম্প বলেন, আমেরিকানদের ওপর হত্যাকা- ঠিক এখনই এবং ঠিক এখানেই বন্ধ হওয়া উচিত। তিনি বলেন, ওয়াশিংটনের কাছ থেকে ক্ষমতা নিয়ে তিনি জনগণের কাছে ফিরিয়ে দেবেন। তিনি বলেন, আমাদের মধ্যে চিন্তার প্রসার ঘটাতে হবে এবং আমাদের স্বপ্নের আরও প্রসার ঘটাতে হবে। তিনি বলেন, আমেরিকা আবারও বিজয় অর্জন শুরু করবে; বিজয় অর্জন করবে এমনভাবে যেমনটা আগে কখনও দেখা যায়নি। আমরা আমাদের বেকার সমস্যা দূর করব। আমাদের সীমান্ত ব্যবস্থা ফিরিয়ে আনব, আমাদের সমৃদ্ধি ফিরিয়ে আনব এবং ফিরিয়ে আনব আমাদের স্বপ্ন। আমরা আমাদের এ চমৎকার দেশের সর্বত্র গড়ে তুলব নতুন সড়ক, মহাসড়ক, সেতু, বিমানবন্দর, সুড়ঙ্গ পথ ও রেলওয়ে। ট্রাম্প যখন ভাষণ দিচ্ছিলেন, তখন ওয়াশিংটনে বৃষ্টি শুরু হয়েছে। তিনি ও তার স্ত্রী মেলানিয়া এর আগে হোয়াইট হাউগে চা পর্বে অংশ নেন ওবামা পরিবারের সঙ্গে। অনুষ্ঠানে সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশ ডব্লিউ বুশ, জিমি কার্টার ও তাদের ফার্স্ট লেডিদের সঙ্গে উপস্থিত ছিলেন হিলারি ও সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনও। জর্জ এইচ ডব্লিউ বুশ ও তার স্ত্রী বারবারা হিউস্টনে হাসপাতালে রয়েছেন। হিলারি নবেম্বরে নির্বাচনে রিপাবলিকান ট্রাম্পের কাছে হেরে যাওয়ার পর তিনি এই প্রথম ট্রাম্পের মুখোমুখি হন। কর্মতৎপরতায় আগ্রহী ট্রাম্প শুক্রবার রাতে সরাসরি ওভাল অফিসে যান এবং প্রেসিডেন্ট হিসেবে ওবামা স্বাস্থ্যনীতির ওপর তার প্রথম নির্বাহী নির্দেশে স্বাক্ষর করেন। চীফ অব স্টাফ রিইন্স প্রিবাস বলেছেন, এটি হচ্ছে প্রেসিডেন্ট বারাক ওবামার এ্যাফোর্ডেবল কেয়ার এ্যাক্টের অর্থনৈতিক বোঝা হ্রাস সংক্রান্ত কেন্দ্রীয় দফতরগুলোর প্রতি এক নির্দেশ। তিনি বিস্তারিত আর কিছু বলেননি। ট্রাম্পের ভাষণের সময় তার সমর্থকরা তার উদ্দেশে যে ব্যাপক হর্ষধ্বনি ছুড়ে দিয়েছেন যেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে মার্কিন জনগণের প্রতি আহ্বান ‘আমেরিকান পণ্য কিনুন এবং আমেরিকানদের জন্য কর্মসংস্থান করুন।’ এটা এমন এক মুহূর্ত যা মস্ত পরিহাসপূর্ণ। ওই সমর্থকদের অনেকেই মজা করছিলেন। লাল কালিতে ট্রাম্পের ‘আমেরিকাকে আবারও মহান করে তুলুন’ লেখা সংবলিত বেসবল ক্যাম্প নিয়ে যা তৈরি হয়েছে চীন, ভিয়েতনাম ও বাংলাদেশে। কেউ কেউ তখন তীব্র বিরক্তি প্রকাশ করেছেন যখন তারা লক্ষ্য করলেন যে, তাদের টুপিগুলো বিদেশে তৈরি।
×