ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাতিল ওবামাকেয়ার!

প্রকাশিত: ০৩:৩৭, ২২ জানুয়ারি ২০১৭

বাতিল ওবামাকেয়ার!

ওবামাকেয়ার বলে পরিচিত এ্যাফোর্ড্যাবল কেয়ার এ্যাক্টের নিয়ম-কানুন শিথিল ও এর কার্যকারিতা হ্রাসে পদক্ষেপ নিলেন ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর হোয়াইট হাউসে প্রবেশের কয়েক ঘণ্টার মধ্যেই তিনি এ নির্দেশ জারি করেন। প্রেসিডেন্ট হিসেবে এটি তার প্রথম নির্বাহী আদেশ। খবর বিবিসি অনলাইনের। নির্বাচনী প্রচারাভিযানের সময় ট্রাম্প ওবামার স্বাস্থ্যসেবা আইনটি রদ করার প্রতিশ্রুতি দিয়ে রেখেছিলেন। শপথ নেয়ার পর ট্রাম্প শোভাযাত্রাসহকারে হোয়াইট হাউসে যান। কিছুক্ষণের মধ্যেই প্রেসিডেন্টের দফতর ওভাল অফিসে উপস্থিত হন। এখানে এ্যাফোর্ড্যাবল কেয়ার এ্যাক্ট নিয়ে একটি আদেশে স্বাক্ষর করেন। এ আদেশে সরকারী বিভাগগুলোকে আইনটি ‘ব্যবহার না করা, মুলতবি রাখা, অব্যাহতি প্রদান করা, বাস্তবায়নে বিলম্ব করার উপায় বের করতে বলা হয়েছে, যে আইনটি রাষ্ট্র, কোম্পানিগুলো ও ব্যক্তিবর্গের ওপর রাজস্বের বোঝা চাপিয়ে দিয়েছে। এতে স্বাস্থ্যসেবার বিষয়ে অঙ্গরাজ্যলোকে অধিকতর ক্ষমতা দেয়া হয়েছে। হোয়াইট হাউস থেকে ট্রাম্পের নির্বাহী আদেশ সম্পর্কে বিস্তারিত আর কিছু জানানো হয়নি। সদ্য সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলোর অন্যতম ছিল এ্যাফোর্ড্যাবল কেয়ার এ্যাক্ট, যা ওবামাকেয়ার নামে পরিচিতি পেয়েছিল। আইনটি বাতিল বা প্রতিস্থাপন করা ট্রাম্পের প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। হোয়াইট হাউসের চীফ অব স্টাফ রিয়ান্স প্রিবাস সরকারী সংস্থা ও বিভাগগুলোকে ওবামাকেয়ার আইনগতভাবে অকার্যকর করতে মেমোরেন্ডাম পাঠিয়েছেন। এ আদেশে স্বাক্ষরের সময় ওভাল অফিসে সাংবাদিক ছাড়াও ট্রাম্পের সিনিয়র উপদেষ্টা জেয়ার্ড কুশনার, ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও স্টাফ সেক্রেটারি রব পর্টার উপস্থিত ছিলেন। এ আদেশের মাধ্যমে আইন পরিবর্তন করা সম্ভব হবে না। তবে আদেশটির কারণে আইনের ওপর উল্লেখযোগ্য প্রভাব পড়বে। সরকারী বিভাগগুলোকে আইনটি ‘ব্যবহার না করা, মুলতবি রাখা ও বাস্তবায়ন বিলম্ব করার উপায় বের করার আহ্বান জানানো হয়েছে। ওবামাকেয়ার আইনটি রাষ্ট্র, কোম্পানিগুলো ও ব্যক্তিবর্গের ওপর রাজস্বের বোঝা চাপিয়ে দেয়া হয়েছে বলে রিপাবলিকানদের অভিযোগ। ওবামাকেয়ার অকার্যকর করার জন্য ভিন্ন বীমা কর্মসূচী চালুর প্রতিশ্রুতি দিয়েছেন। তবে এজন্য ট্রাম্পকে কংগ্রেসের অনুমোদন পেতে হবে এবং অর্থ বরাদ্দ লাগবে। ওবামাকেয়ার বাতিল হলে প্রায় ২ কোটি আমেরিকান তাদের স্বাস্থ্য বীমা হারাবেন। ২০০৯ সালে দায়িত্ব নেয়ার পর প্রেসিডেন্ট বারাক ওবামা প্রথম স্বাস্থ্য সংস্কার বিলকে গুরুত্ব দিয়েছিলেন।
×