ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দরপতনের শীর্ষে ইমাম বাটন

প্রকাশিত: ০৩:৩৬, ২২ জানুয়ারি ২০১৭

দরপতনের শীর্ষে ইমাম বাটন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর ১১ দশমিক ৪৮ শতাংশ কমেছে। পাঁচ কার্যদিবসের লেনদেন শেষে দরপতনের তালিকায় এক নম্বরে চলে আসে ওষুধ ও রসায়ন খাতের কোম্পানিটি। এ সময়ে লেনদেন হয় ১৫ লাখ ৯৮ হাজার টাকার শেয়ার। বাজার পর্যবেক্ষণে দেখা যায়, বেশ কিছুদিন থেকেই ইমাম বাটনের শেয়ারদর বাড়া-কমার মধ্যেই রয়েছে। ডিসেম্বরের শেষদিকে হঠাৎ করেই এর শেয়ারদর অনেক বৃদ্ধি পায়। কিছুদিন ধরে আবার তা কমতে শুরু করেছে। ডিএসইতে সর্বশেষ ১৬ টাকা ৬০ পয়সায় ইমাম বাটনের শেয়ার হাতবদল হয়। সমাপনী দর ছিল ১৬ টাকা ২০ পয়সা, আগের দিন যা ছিল ১৬ টাকা ১০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন দর ছিল ৮ টাকা ৫০ পয়সা ও সর্বোচ্চ ২১ টাকা ৭০ পয়সা। বার্ষিক ও পুঞ্জীভূত লোকসানের কারণে ২০১০ সালের পর শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়নি ইমাম বাটন। -অর্থনৈতিক রিপোর্টার
×