ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দর বেড়েছে ১৫ খাতে

প্রকাশিত: ০৩:৩৫, ২২ জানুয়ারি ২০১৭

দর বেড়েছে  ১৫ খাতে

অর্থনৈতিক রিপোর্টার ॥ গত সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বেড়েছে ১৫ খাতে। আর দর কমেছে ৫ খাতে। লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, আলোচিত সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে সিরামিক খাতে। এই খাতে ১২.১৪ শতাংশ দর বেড়েছে। এরপরে আছে মিউচুয়াল ফান্ড খাত। এ খাতে দর বেড়েছে ৮.১১ শতাংশ। অন্য খাতগুলোর মধ্যে ব্যাংক খাতে ৭.২৪ শতাংশ, আর্থিক খাতে ৬.৭৬ শতাংশ, সিমেন্ট খাতে ১.৩৪ শতাংশ, প্রকৌশল খাতে ১.১৫ শতাংশ, জ্বালানি ও বিদ্যুত খাতে ৩.১৩ শতাংশ, জেনারেল ইন্স্যুরেন্সে খাতে ২.৯৬ শতাংশ, লাইফ ইন্স্যুরেন্স খাতে ১.১৮ শতাংশ, আইটি খাতে ৪.৯৭ শতাংশ, বিবিধ খাতে ২.১০ শতাংশ, ওষুধ ও রসায়ন খাতে ২.৪৫ শতাংশ, টেলিযোগাযোগ খাতে ১.৬০ শতাংশ, বস্ত্র খাতে ১.১৬ শতাংশ, শতাংশ এবং ভ্রমণ ও অবসান খাতে ১.৯৪ শতাংশ দর বেড়েছে। অন্যদিকে দর কমার দিকে সবচেয়ে বেশি কমেছে পেপার ও প্রিন্টিং খাতে। এর খাতে দর কমেছে ৪.৪৩ শতাংশ। এরপরে আছে সেবা ও আবাসন খাত। এ খাতে শেয়ার দর কমেছে ১.৪২ শতাংশ। এছাড়া ট্যানারি খাতে ০.৫৪ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ০.৭৬ শতাংশ এবং জুট খাতে ০.৪৫ শতাংশ শেয়ার দর কমেছে।
×