ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

গত সপ্তাহে ডিএসইতে পিই রেশিও বেড়েছে

প্রকাশিত: ০৩:৩৫, ২২ জানুয়ারি ২০১৭

গত সপ্তাহে ডিএসইতে পিই রেশিও বেড়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনে সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে ৩.০৯ শতাংশ। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে। বর্তমানে ডিএসইর পিই রেশিও অবস্থান করছে ১৫.৬৮ পয়েন্টে, যা গত সপ্তাহের শুরুতে ছিল ১৫.২১ পয়েন্ট। অর্থাৎ পিই রেশিও বেড়েছে ০.৪৭ পয়েন্ট বা ৩.০৯ শতাংশ। বর্তমানে খাতভিত্তিক হিসাবে ব্যাংকিং খাতের পিই অবস্থান করছে ১০.৮২ পয়েন্টে, সিমেন্ট খাতে ৩৬.০০, সিরামিকস খাতে ৩৪.৯৮, প্রকৌশল খাতে ২২.১৬, আর্থিক প্রতিষ্ঠানের ২৪.৬৭, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ২৩.৬০, জ্বালানি ও বিদ্যুত খাতে ১২.৮৭, বীমা খাতে ২১.৬৩, তথ্যপ্রযুক্তি খাতে ৩৭.৩৩, বিবিধ খাতে ২৭.৮১, ওষুধ ও রসায়ন খাতে ১৮.২০, সেবা ও আবাসন খাতে ১৮.১৫, ট্যানারি খাতে ১৬.৯১, টেলিযোগাযোগ খাতে ১৮.২৯, বস্ত্র খাতে ১৬.৭৭ এবং ভ্রমণ ও অবকাশ খাত ৩৮.৮৮ পয়েন্টে রয়েছে।
×