ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শেফার্ড ইন্ডাস্ট্রিজের আইপিও লটারি ৬ ফেব্রুয়ারি

প্রকাশিত: ০৩:৩৫, ২২ জানুয়ারি ২০১৭

শেফার্ড ইন্ডাস্ট্রিজের আইপিও লটারি ৬ ফেব্রুয়ারি

অর্থনৈতিক রিপোর্টার ॥ আগামী ৬ ফেব্রুয়ারি সোমবার শেফার্ড ইন্ডাস্ট্রিজের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) লটারি অনুষ্ঠিত হবে। কোম্পানিটির ইস্যু ম্যানেজার সূত্রে এ তথ্য জানা গেছে। এখন পর্যন্ত লটারির স্থান চূড়ান্ত হয়নি। গত বছরের ১৫ নবেম্বর অনুষ্ঠিত ৫৮৯তম কমিশন বৈঠকে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) শেফার্ড ইন্ডাস্ট্রিজের আইপিও অনুমোদন করে। পুঁজিবাজারে ২ কোটি সাধারণ শেয়ার ছেড়ে ২০ কোটি টাকা সংগ্রহ করবে শেফার্ড ইন্ডাস্ট্রিজ। আর এ লক্ষ্যে অভিহিত মূল্যে তথা ১০ টাকা দরে শেয়ার ইস্যু করবে কোম্পানিটি, যার মার্কেট লট নির্ধারণ করা হয়েছে ৫০০টি শেয়ারে। অর্থাৎ প্রতিটি আইপিও আবেদনে ৫ হাজার টাকা বিনিয়োগ করতে হয়েছে বিনিয়োগকারীদের আর আইপিওর মাধ্যমে সংগ্রহ টাকা দিয়ে ওয়াশিং প্লান্ট ভবন নির্মাণ, সম্প্রসারণ, মেশিন ও সরঞ্জামাদি ক্রয়, ইটিপি সম্প্রসারণ, ব্যাংকঋণ পরিশোধ এবং আইপিও খাতে ব্যয় করবে কোম্পানিটি। বিএসইসির তথ্য অনুযায়ী, ২০১৬ সালের ৩০ জুন পর্যন্ত সমাপ্ত আর্থিক বিবরণী অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ১.৪৬ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ১৮.৭০ টাকা। কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে আলফা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।
×