ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শতাধিক যুবকের কর্মসংস্থান কক্সবাজারে কৃষিভিত্তিক শিল্প খামার বাড়ছে

প্রকাশিত: ০৩:৩৪, ২২ জানুয়ারি ২০১৭

শতাধিক যুবকের কর্মসংস্থান কক্সবাজারে কৃষিভিত্তিক শিল্প খামার  বাড়ছে

এইচএম এরশাদ, কক্সবাজার ॥ জেলার উখিয়ার পূর্বাঞ্চলীয় গ্রামীণ জনপদে গড়ে উঠেছে সম্ভাবনাময় কৃষিভিত্তিক শিল্প খামার। রাজাপালং পূর্ব দরগাহবিল গ্রামে প্রতিষ্ঠিত ওয়েল ডান এগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্ক এ্যান্ড মৎস্য খামারটি পূর্ণাঙ্গতা লাভ করলে প্রায় দুই শতাধিক পরিবারের কর্মসংস্থান হবে। পাশাপাশি অপার সৌন্দর্যের লীলা ভূমিতে পরিণত হবে এতদ্বঅঞ্চল। এতে বিনোদনসহ পর্যটকরা অবাধ বিচরণ ও ভ্রমণের সুযোগ পাবে নিঃসন্দেহে। জানা যায়, উখিয়ার এক অজপাড়া গ্রামে (পূর্ব দরগাহবিল) গড়ে উঠেছে এক বিশাল কৃষিভিত্তিক শিল্প খামার। সবুজ বেষ্টিত পাহাড়ের পাদ দেশে নীল জলরাশি পানিভর্তি লেক এ ভ্রমণপিপাসুদের জন্য আনন্দের খোরাক যোগাবে। এছাড়াও কৃষিভিত্তিক শিল্প খামারে রয়েছে বিনোদন স্পর্ট, নৌকা ভ্রমণ, মৎস্য খামারসহ নানা পরিকল্পনা। এছাড়াও সবজি চাষ, কৃষিভিত্তিক কুটির ও হস্তশিল্প। থাকবে বিনোদনের জন্য মিনি পর্যটন পার্ক।
×