ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কৃষি খাতে খেলাপি ঋণ বেড়েছে ১৩ শতাংশ

প্রকাশিত: ০৩:৩৩, ২২ জানুয়ারি ২০১৭

কৃষি খাতে খেলাপি ঋণ বেড়েছে ১৩ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ সদ্য সমাপ্ত ২০১৬ সালে কৃষি খাতে খেলাপি ঋণের পরিমাণ ৪ হাজার ৯৫০ কোটি ২ লাখ টাকা। যা এর আগের বছরে অর্থাৎ ২০১৫ সালে ৪ হাজার ৩৬০ কোটি টাকা ছিল। অর্থাৎ বছরের ব্যবধানে কৃষি খাতে খেলাপি ঋণ ৫৯০ কোটি ২ লাখ বা প্রায় ১৩ দশমিক ৫০ শতাংশ বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের হিসাব থেকে এ তথ্য জানা গেছে। এতে আরও জানানো হয়েছে, ২০১৬ সালে মোট ৩৫ হাজার ৯০৪ কোটি ৬৮ লাখ টাকার কৃষি ঋণ বিতরণ করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে কৃষি ঋণ বিতরণ করেছে বাংলাদেশ কৃষি ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন থেকে জানা গেছে, ২০১৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ১৩ হাজার ৯৩২ কোটি ৪৫ লাখ টাকার কৃষি ঋণ বিতরণ করেছে বাংলাদেশ কৃষি ব্যাংক; যা মোট কৃষি ঋণের প্রায় ৩৮ দশমিক ৮০ শতাংশ। অর্থাৎ কৃষি ঋণ বিতরণের দিক থেকে বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে এগিয়েছে রয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক। কৃষি ঋণ বিতরণে দ্বিতীয় স্থানে আছে দেশের সবচেয়ে বড় বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক। এ ব্যাংকের মাধ্যমে ২০১৬ সালে ১ হাজার ২৭৭ কোটি ৫৩ লাখ টাকার কৃষি ঋণ বিতরণ করা হয়েছে। অন্যান্য বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকের মধ্যে রাজশাহী কৃষি ব্যাংক ৬২৩ কোটি ৫৩ লাখ টাকা; জনতা ব্যাংক ২৫৫ কোটি ৫১ লাখ টাকা; অগ্রণী ব্যাংক ১৮৪ কোটি ৯৫ লাখ টাকা এবং রূপালী ব্যাংক ২৭ কোটি ১৩ লাখ টাকার কৃষি ঋণ বিতরণ করেছে। কৃষি ঋণ বিতরণের মতো খেলাপি কৃষি ঋণের দিকেও এগিয়ে রয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক। সদ্য সমাপ্ত বছরে ব্যাংকটির বিতরণ করা ১৩ হাজার ৯৩২ কোটি ৪৫ লাখ টাকার কৃষি ঋণের মধ্যে খেলাপি ঋণের পরিমাণ ২ হাজার ৪৩৪ কোটি ৫৩ লাখ টাকা; যা এ সময়ের মোট খেলাপি কৃষি ঋণের প্রায় ৪৯ দশমিক ১৮ শতাংশ।
×