ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নির্বাচন সামনে রেখে এফবিসিসিআই ভিপি ফোরাম

প্রকাশিত: ০৩:৩৩, ২২ জানুয়ারি ২০১৭

নির্বাচন সামনে রেখে এফবিসিসিআই  ভিপি ফোরাম

অর্থনৈতিক রিপোর্টার ॥ নির্বাচন সামনে রেখে ‘এফবিসিসিআই ভিপি ফোরাম’ গঠন করা হচ্ছে। রাজধানীর অভিজাত ঢাকা ক্লাবে এই ফোরামের আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে আজ রবিবার। ঘোষণা দেয়া হতে পারে পূর্ণাঙ্গ কমিটির। আজকের অনুষ্ঠানে সাবেক সকল সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতিদের আমন্ত্রণ জানানো হয়েছে। জানা গেছে, ব্যবসায়ী-শিল্পপতি ও উদ্যোক্তাদের পার্লামেন্টখ্যাত এফবিসিসিআইতে জরুরী ইস্যুতে আলাপ-আলোচনা করার জন্য সংগঠনটির সাবেক প্রেসিডেন্টদের একটি ফোরাম রয়েছে। ইতোপূর্বে এই ফোরাম ইস্যুভিত্তিক কর্মসূচী ঘোষণা করেছে। যেমনÑ রাজনৈতিক সঙ্কট চলাকালীন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকেও এক টেবিলে বসানোর জন্য উদ্যোগ নিয়েছেন সাবেক প্রেসিডেন্টরা। এমনি হরতালে বন্ধে বিভিন্ন কর্মসূচী দিতে অতীতে এই ফোরাম সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতিদের কখনও গুরুত্বপূর্ণ ইস্যুতে প্রেসিডেন্টস ফোরামে ডাকা হয় না। এমনকি সরকারী কোন গুরুত্বপূর্ণ বৈঠকেও সাবেক সহ-সভাপতিদের রাখা হয় না বলে অভিযোগ উঠেছে। আগামী নির্বাচন সামনে রেখে এখন সংস্কার কর্মসূচী গ্রহণ করা হচ্ছে। এদিকে আগামীতে নির্বাচন পদ্ধতি সংস্কারে উদ্যোগী হয়েছেন সংগঠনটির সাবেক প্রেসিডেন্টরা। সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে ব্যবসায়ীদের মতামত চাওয়া হয়েছে। কিন্তু গুরুত্বপূর্ণ এসব বিষয়ে সাবেক প্রথম সহ-সভাপতি ও সহ-সভাপতিরা কোন ভূমিকা রাখতে পারছেন না। এই বাস্তবতায় এফবিসিসিআই ভাইস প্রেসিডেন্ট বা ভিপি ফোরাম গঠন করা হচ্ছে।
×