ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রাজনৈতিক দলগুলোর মধ্যে বিদ্বেষের কারণে জাতি আজ দ্বিধা বিভক্ত: জি এম কাদের

প্রকাশিত: ০২:১৫, ২১ জানুয়ারি ২০১৭

রাজনৈতিক দলগুলোর মধ্যে বিদ্বেষের কারণে জাতি আজ দ্বিধা বিভক্ত: জি এম কাদের

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি.এম কাদের বলেছেন, আমরা বাঙালি জাতি হিসেবে এক হলেও রাজনৈতিক দলগুলোর মধ্যে বিদ্বেষের কারণে জাতি আজ বিভক্তির মধ্যে আছে। যা দেশের জন্য কখনই মঙ্গল বয়ে আনতে পারেনা। শনিবার বাদ আছর বনানীস্থ চেয়ারম্যানের কার্যালয়ের মিলনায়তনে জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তর-এর উদ্যোগে হুসেইন মুহম্মদ এরশাদের আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গোলাম মোহাম্মদ কাদের বলেন- সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ শুধু জাতীয় পার্টির নয়- তিনি দেশেরও সম্পদ। তিনি এরশাদের মঙ্গলময় ও সুস্থ্য জীবন কামনা করেন। অন্যান্যের মধ্যে মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তর-এর সভাপতি এস.এম. ফয়সল চিশতী, ভাইস চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এম.এ. তালহা, বাহাউদ্দিন আহমেদ বাবুল, নুরুল ইসলাম নুরু, আনিস উর রহমান খোকন, হাজী সিরাজ, আব্দুস সাত্তার, আলমগীর কবির, আশেকুল আমিন, মামুনুর রহমান প্রমুখ। জি.এম কাদের বলেন, দেশ স্বাধীন হলেও মানুষ সত্যিকারের স্বাধীনতার স্বাদ ও গণতন্ত্রের সুফল এখনো পায়নি। তিনি বলেন, অনেক সমালোচকেরা এরশাদকে স্বৈরাচার বললেও দেশের জনগণ সত্যিকারের স্বাধীনতা এবং গণতন্ত্রের সুফল তাঁর (এরশাদের) শাসনামলেই ভোগ করেছে। ৯০ পরবর্তী সময় থেকে বড় দুটি প্রতিহিংসার রাজনীতির কারণে জনজীবনে স্বস্তি নেই। তাই দেশের জনগণ আজ এই দুটি দলকে প্রত্যাখান করেছে। আমরা যদি দলকে আরো শক্তিশালী করতে পারি তাহলে এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টি আবার সরকার গঠন করবে।
×