ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আমি ভয়ে আছি: মওদুদ

প্রকাশিত: ০১:২৮, ২১ জানুয়ারি ২০১৭

আমি ভয়ে আছি: মওদুদ

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, আমি অনেক ভয়ে আছি। আমার লেখা তিনটি বই ভয়ে প্রকাশ করছি না। কিন্তু আমার জীবদ্দশায় সেই বইগুলো অবশ্যই প্রকাশ করবো। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের লেখা ‘জরুরি আইনের সরকারের দুই বছর (২০০৭-২০০৮)’ শীর্ষক গ্রন্থের প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ড. মোশাররফ ফাউন্ডেশন লিমিটেড এ প্রকাশনা উৎসবের আয়োজন করে। ব্যারিস্টার মওদুদ বলেন, অসাংবিধানিকভাবে কেউ যদি ক্ষমতা দখল করে বা রাষ্ট্র পরিচালনা করে সেক্ষেত্রে তার সাজা হলো মৃত্যুদন্ড। সুতরাং এক এগারোর তত্ত্বাবধায়ক সরকারের বিচার করতে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিশন গঠন করে তাদেরকে বিচারের সম্মুখীন করতে হবে। তিনি বলেন, সংবিধান অনুযায়ী জাতীয় নির্বাচন বলতে যা বোঝায় ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন সেই নির্বাচন নয়। ব্যারিস্টার মওদুদ বলেন, যারা অসাংবিধানিক ও বেআইনিভাবে ইচ্ছাকৃত দেশের এতবড় ক্ষতি করে গেছেন, সেই ওয়ান-ইলেভেনের সরকারের সঙ্গে সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনতে সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতির নেতৃত্বে উচ্চ পর্যায়ের তদন্ত কমিশন গঠন করা উচিত। বিএনপি ক্ষমতায় গেলে যারা ওয়ান-ইলেভেনের সরকারের সঙ্গে নানাভাবে সংশ্লিষ্ট তাদের সকলের শাস্তির ব্যবস্থা নিতে এদেশের মানুষ উদ্যোগ নেবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. এমাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রকাশনা উৎসবে আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর খন্দকার মোস্তাহিদুর রহমান, অর্থনীতিবিদ অধ্যাপক ড. মাহবুব উল্লাহ প্রমুখ।
×