ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নরসিংদীর হাড়িধোয়া নদী এখন পানিশূন্য

প্রকাশিত: ০০:৫৬, ২১ জানুয়ারি ২০১৭

নরসিংদীর হাড়িধোয়া নদী এখন পানিশূন্য

মোস্তফা কামাল সরকার, নরসিংদী ॥ সুষ্ঠু সংরক্ষন ও ড্রেজিং না করার কারনে নরসিংদী শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া হাড়িধোয়া নদী এখন পানিশূন্য হয়ে নৌ চলাচল ব্যহত হচ্ছে। হাড়িধোয়া নদীটি মেঘনার মোহনা থেকে শুরু হয়ে সরকারী গুদাম হয়ে শিবপুর থানার পুটিয়া বাজার পর্যন্ত একটি শাখা শেষ হয়েছে। নদীটি নরসিংদী শহর ও হাজিপুর গ্রামের মাঝ দিয়ে প্রবাহিত হয়েছে। ব্যবসা বানিজ্যের দিকদিয়ে নরসিংদী শহর ব্রিটিশ আমল থেকেই সর্বত্র পরিচিত। প্রতিদিন হাজার হাজার মন মালামাল বিভিন্ন স্থান থেকে আনা নেয়া হয় এখানে। নরসিংদী শহরের উত্তর দিকে প্রায় ১৫ কিলোমিটার পর্যন্ত নদীটি সম্পর্ন শুকিয়ে যাওয়ায় নৌচলাচল বন্ধ হয়ে গেছে। ফলে প্রতি মন ৫ টাকা থেকে ১০ টাকা করে বেশি খরচ হয়। তাই এ শহরের প্রতিটি দ্রব্যের মুল্যই বর্তমানে তুলনামুলক ভাবে বেশি। বছরের প্রায় ছয় মাসই এ নদী চলাচলের অযোগ্য হয়ে থাকে। জনসাধারনের প্রধান দুঃখের কারন এই হাড়িধোয়া নদী। এ নদীটি সংস্কারের অভাবে নরসিংদী শহরের ব্যবসায়ীরা মালামাল আনা নেয়ার ব্যাপারে দারুনভাবে অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া নদীটি শুকিয়ে যাওয়ায় ব্যবসায়ীরা অধিক খরচ করে স্থলপথে মালামাল আনা নেয়া করছে। মালামাল আনা নেয়ার অধিক খরচ ব্যবসায়ীগন মালের উপরে বসিয়ে বেশি দামে বিক্রি করছে। যার ফলে গরির জনসাধারনকে অতিরিক্ত এই ব্যয়ভার বহন করতে হচ্ছে। অথচ পানি সম্পদ প্রতি মন্ত্রী লেঃ কর্নেল (অবঃ) নজরুল ইসলাম হিরু এমপি নরসিংদী জেলার দায়ীত্ব প্রাপ্ত হয়েও নদীটি ড্রেজিং না করায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে । নদীটি অনতি বিলম্বে ড্রেজিং করে নরসিংদী বাজারকে রক্ষাসহ গরিব জনসাধারনের মালামাল আনা নেয়ার ব্যয়ভার কমানোর ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্টদেরকে এগিয়ে আসার দাবি জানিয়েছেন এলাকাবাসিরা।
×