ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জাসাসের নতুন কমিটিকে বিএনপি অফিসে প্রবেশে বাঁধা

প্রকাশিত: ০০:১৮, ২১ জানুয়ারি ২০১৭

জাসাসের নতুন কমিটিকে বিএনপি অফিসে প্রবেশে বাঁধা

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির অঙ্গ সংগঠন জাসাস-এর নতুন কমিটির নেতাদের নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশে বাধা দিয়েছে সংগঠনের পদবঞ্চিত নেতারা। এসময় ২ পক্ষের মধ্যে বাকবিতন্ডার কারণে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হলে তা নিয়ন্ত্রণ করতে নবগঠিত কমিটির ৫ জন সমর্থককে আটক করে পুলিশ। পরে তাদের পল্টন থানায় নিয়ে যাওয়া হয়। শনিবার দুপুর সোয়া ১২ টায় সদ্য ঘোষিত জাসাস সাধারণ সম্পাদক হেলাল খানসহ সংগঠনের নেতাকর্মীরা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশের সময় এ ঘটনা ঘটে। আগে থেকেই সেখানে অবস্থান করে জাসাসের পদবঞ্চিত নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। এ সময় তারা জাসাসের নতুন কমিটি বাতিলেরও দাবি জানায়। আগের দিন শুক্রবারও পদবঞ্চিত জাসাস নেতারা বিএনপি অফিসে গিয়ে নতুন কমিটি বাতিলের দাবিতে ক্ষোভ প্রকাশ করে। বিএনপির সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ সাংবাদিকদের জানান, জাসাসের নতুন কমিটির নেতারা অফিসে প্রবেশ করার সময় তাদেরকে সংগঠনটির পদবঞ্চিত নেতাকর্মীরা বাঁধা প্রদান করেন। এসময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলেও হাতাহাতির ঘটনা ঘটেনি। এ ঘটনায় কেউ আহতও হয়নি। তবে ঘটনাস্থল পুলিশ ৫ জনকে আটক করে।
×