ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার বিচার বিভাগ ও গণমাধ্যম নিয়ন্ত্রণের চেষ্টা করছে: ফখরুল

প্রকাশিত: ২৩:৪৯, ২১ জানুয়ারি ২০১৭

সরকার বিচার বিভাগ ও গণমাধ্যম নিয়ন্ত্রণের চেষ্টা করছে: ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ বর্তমান সরকার বিচার বিভাগগ ও গণমাধ্যম নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের হলরুমে জিয়া পরিষদের প্রতিনিধি সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। বিএনপি মহাসচিব বলেন, নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি নিরপেক্ষ ও যোগ্য সার্চ কমিটি ঘোষণা করবেন আমরা এমন প্রত্যাশা করছি। সার্চ কমিটি নিয়ে অনেকে অনেক কথা বললেও রাষ্ট্রপতি নি:সন্দেহে জনগণের আশা আকাঙ্খা পূরণে দেশের মানুষের চোখের ভাষা বুঝেএকটি সার্চ কমিটি গঠন করবেন যে কমিটি একটি সঠিক নির্বাচন কমিশন গঠন করতে সক্ষম হবেন। ফখরুল বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য খালেদা জিয়া ১৩ দফা প্রস্তাব দিয়েছেন। এ প্রস্তাবে রয়েছে কি করে নির্বাচন কমিশনকে নিরপেক্ষ করা যায়। দেশে একটি সুষ্ঠু নির্বাচনের জন্যই তিনি এ প্রস্তাব দেন। অথচ খালেদা জিয়া ১৩ দফা প্রস্তাব দেয়ার পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচন কমিশন গঠনে খালেদা জিয়ার এ প্রস্তাবকে অন্ত:সারশূন্য বলে অবহিত করেন। কিন্তু রাষ্ট্রপতি এটাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে বলেছেন প্রস্তাবনা দিয়ে অত্যন্ত সময়োপযোগী কাজ করেছেন। যার পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতি রাজনৈতিক দলগুলোকে সংলাপে আহ্বান করতে শুরু করেন এবং বিএনপিকে প্রথম আহ্বান করেন। বিএনপি মহাসচিব বলেন, সরকার ইতিমধ্যে দেশের রাজনীতিকে ধ্বংস করে দিয়েছে। প্রশাসন ও আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীকে সম্পূর্ণণভাবে দলীয় করণ করেছে। এ অবস্থার অবসানে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলনে শরিক হতে হবে। জিয়া পরিষদের চেয়ারম্যান ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কবির মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্যে রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু প্রমুখ।
×