ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

উত্তরায় অটোরিকশার ধাক্কায় এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু

প্রকাশিত: ২৩:৩৪, ২১ জানুয়ারি ২০১৭

উত্তরায় অটোরিকশার ধাক্কায় এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টরের ২১ নম্বর রোডে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় রাসেল (১২) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। নিহতের বাবার নাম ইসমাইল হোসেন। গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার বাবুনগাও গ্রামে। নিহতের বাবা ইসমাইল জানান, গাজীপুর সদরের শিমুলতলি এলাকায় ভাড়া থাকেন। রাসেল স্থানীয় একটি মাদ্রাসার তৃতীয় শ্রেনীতে পড়াশোনা করতো। তিনি জানান, শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে তার দাদা আঃ হামিদের সঙ্গে গাজীপুর থেকে উত্তরা কামারপাড়া ফুফুর বাসায় যাচ্ছিলের। এজন্য তারা উত্তরা ১০ নম্বর সেক্টরে ২১নম্বর রোডে রাস্তায় পার হচ্ছিলেন। এ সময় ব্যাটারি চালিত অটোরিকশার ছেলে রাসেলকে ধাক্কায় দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উত্তরা ইস্টওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যান। সেখানে অবস্থায় অবনতি হলে দুপুরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নেয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁিড়র এসআই বাচ্চু মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিকেলে ঢামেক মর্গে শিশু রাসেলের লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
×