ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পাবনায় সরকারি জমি বেদখল হচ্ছে

প্রকাশিত: ২১:২১, ২১ জানুয়ারি ২০১৭

পাবনায় সরকারি জমি বেদখল হচ্ছে

নিজস্ব সংবাদদাতা, পাবনা ॥ সরকার যখন অবৈধ দখলদার উচ্ছেদে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে তখন জেলায় চলছে দখলের মহোৎসব। নদী থেকে শুরু করে সড়ক, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এবং হাট বাজারের জমি একটি মহল দখলের উৎসবে মেতে উঠেছে বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে প্রশাসনের উদাসীনতাকেই দায়ী করছে সচেতন জনগণ। পাবনা জেলা প্রশাসক যখন ইছামতী নদী দখলমুক্ত করার উদ্যোগ গ্রহণ করেছেন ঠিক সেই সময় নতুন করে ইছামতী নদীতে আর সি সি পিলার করে পাকা ইমারত নির্মাণ করছে প্রভাবশালীমহল। একইভাবে আর সি সি পিলার দিয়ে হলুদঘর মৌজায় ইছামতী ব্রিজের পাশে পাকা স্থাপনা নির্মাণ করা হচ্ছে। বিষয়টি গত ১৭ জানুয়ারি সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর এফ আই আর করেন পানি উন্নয়ন বোর্ডের সাঁথিয়ার উপ-সহকারি প্রকৌশলী। নির্মাণ কাজ অব্যাহত আছে। পুলিশ এ ব্যাপারে কোন ব্যবস্থা নেয় নি। এ ব্যাপারে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিনকে জিজ্ঞাসা করলে তিনি বলেন পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের কাছ থেকে তিনি কোন অভিযোগ পাননি। উল্লেখ্য বোয়াইলমারি বাজারের ১১৬৫ নং দাগের খাস জমি ইতোমধ্যেই বেদখল হয়ে গেছে। সেখানে পুকুর ভরাট করে নির্মাণ করা হয়েছে বিরাট পাকা ইমারত। উপজেলা নির্বাহী অফিসার নির্দেশ দেয়ার পরও নির্মাণ কাজ অব্যাহত আছে। জেলা প্রশাসক রেখা রানী বালোকে এব্যাপারে অবহিত করা হলে তিনি জানান, সরকারি জমি বা খাস জমিতে কোন প্রকার স্থাপনা নির্মাণ বা দখল করতে দেয়া হবে না।
×