ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মুজিবনগর সীমান্ত থেকে কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ

প্রকাশিত: ২১:১৩, ২১ জানুয়ারি ২০১৭

মুজিবনগর সীমান্ত থেকে কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ মেহেরপুর মুজিবনগর উপজেলার সোনাপুর সীমান্ত থেকে রুপচাঁদ (৩৫) নামের এক কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ শনিবার ভোরে সীমান্তের মেইন পিলার ১০৬ এর সাব পিলার ৪ এর কাছে জমিতে সেচ দেয়ার সময় তাকে ধরে নিয়ে যায়। সে সোনাপুর গ্রামের ফকির শেখের ছেলে। মুজিবনগর ক্যাম্প কমান্ডার সুবেদার ওয়াহেদ জানান, সকালে চিঠির মাধ্যমে পতাকা বৈঠকের জন্য আমন্ত্রন জানানো হয় বিএসএফকে। সকাল সাড়ে ৯ টার দিকে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবার কথা থাকলেও তারা না আসায় বৈঠক অনুষ্ঠিত হয়নি। সকাল সাড়ে ১১ টার দিকে মুঠোফোনে বিএসএফ এর সদস্যরা জানায় রুপচাঁদকে নদীয়ে জেলার চাপড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
×