ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কালকিনিতে স্কুল জাতীয়করনের দাবিতে অনশন

প্রকাশিত: ২০:৪৭, ২১ জানুয়ারি ২০১৭

কালকিনিতে স্কুল জাতীয়করনের দাবিতে অনশন

নিজস্ব সংবাদদাতা, কালকিনি (মাদারীপুর) ॥ মাদারীপুরের কালকিনি উপজেলা সদরের এতিহ্যবাহি কালকিনি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় জাতীয়করনের দাবিতে এবার দিনব্যাপী অনশন কর্মসুচি পালন ও ঘন্টাব্যাপী মানববন্ধন করেছে শিক্ষক-শিক্ষার্থীরা। আজ শনিবার সকালে বিদ্যালয় চত্বরে এ কর্মসুচি পালন করা হয়েছে। এসময় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক এইচ এম নজরুল ইসলাম, শিক্ষক মনিরুজ্জামান, আবদুল কাদের, মোঃ রায়হান ও আবুল কালাম আজাদ। বক্তরা এসময় কঠোর হুশিয়ারী দিয়ে বলেন, আমাদের বিদ্যালয় জাতীয়করন না হওয়া পর্যন্ত লাগাতার আন্দোলন চালিয়ে যাব। প্রয়োজনে মৃত্যুকে উপেক্ষা করে কাফনের কাপড় নিয়ে মাঠে নামা হবে। বিদ্যালয়টির প্রতিষ্ঠাকালিন প্রায় শতবছর হয়ে গেলেও কি কারনে জাতীয়করন হচ্ছেনা আমরা উর্ধতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানতে চাই।
×