ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

‘ফুটবল সংস্কৃতি বুঝতে চীনের আরও সময় লাগবে’

প্রকাশিত: ২০:২৩, ২১ জানুয়ারি ২০১৭

‘ফুটবল সংস্কৃতি বুঝতে চীনের আরও সময় লাগবে’

অনলাইন ডেস্ক ॥ ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনালের কোচ আর্সেন ওয়েঙ্গার বলেছেন, রোম যেমন একদিনে সৃষ্টি হয়নি তেমনি ফুটবলের সংস্কৃতিও দীর্ঘ সময় ধরে গড়ে উঠেছে। তাই সেটি বুঝতেও বছরের পর বছর সময় পার করতে হবে চীনা সুপার লিগকে (সিএসএল)। অস্কার, কার্লোস তেবেজ ও অ্যাক্সেল উইটসেলের মত খ্যতিম্যান ফুটবল তারকাকে মোটা অংকে দলে ভিড়িয়ে সম্প্রতি সিএসএলের ক্লাবগুলো দলবদলের বাজারে আন্তর্জাতিক মিডিয়ার শিরোনাম হয়েছে। চীন ইতোমধ্যে তাদের ঘরোয়া লিগে অন্তর্ভুক্ত করেছে হাল্ক, এজকুয়েল লাভেজ্জি, র‌্যামিরেস, অ্যালেক্স ট্যাক্সিয়েরা এবং কোচ আন্দ্রে ভিলাস বোয়েসর মত বিশ্বখ্যাতদের। চীনা ফুটবলের এই উন্নতির প্রশংসা করলেও ৬৭ বছর বয়সী ফরাসি কোচ মতে প্রিমিয়ার লিগের মতো টুর্নামেন্টের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তাদের আরো সময়ের প্রয়োজন। তিনি বলেন, "এক রাতেই আপনি শিখরে পৌঁছতে পারবেন না। এই সংস্কৃতির সঙ্গে বছরের পর বছর হৃদ্যতা গড়ে তুলতে হবে। কঠোর পরিশ্রম করতে হবে। ১৫০ বছর আগে ইংল্যান্ডে পেশাদার ফুটবল শুরু হয়েছে। তারপরও তাদের এখনো লড়াই করতে হচ্ছে। " ওয়েঙ্গার বলেন, "চীনে বলতে গেলে ফুটবল বেশ নতুন। কারণ, আমি ১৯৯৫ সালে জাপান গিয়েছি, আর সেখানে পেশাদার ফুটবল শুরু হয়েছিল ১৯৯৩ সালে। এ সময় জাপানে পেশাদার ফুটবল টুর্নামেন্ট তৃতীয় বছরে পড়েছিল। "
×