ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপ পর্যন্ত শ্রীলঙ্কার অধিনায়ক থাকবেন ম্যাথুজ

প্রকাশিত: ২০:০০, ২১ জানুয়ারি ২০১৭

বিশ্বকাপ পর্যন্ত শ্রীলঙ্কার অধিনায়ক থাকবেন ম্যাথুজ

অনলাইন ডেস্ক ॥ ইংল্যান্ডে ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত শ্রীলঙ্কা ক্রিকেট দলের অধিনায়ক থাকবেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। এমন ঘোষণাই দিয়েছেন শ্রীলঙ্কা ক্রিকেটের প্রেসিডেন্ট থিলান্ডা সুমাথিপালা। তার সাথে একমত পোষণ করেছেন দেশটির ক্রিকেট দলের নির্বাচক কমিটির প্রধান ও সাবেক অধিনায়ক সনাথ জয়সুরিয়া। সুমাথিপালা বলেন, "অধিনায়কত্বের দায়িত্ব আরো ভালো বুঝতে হবে ম্যাথুজকে। পাশাপাশি দল পুনর্গঠনেও তার অবদান রাখা উচিত। তাই আগামী বিশ্বকাপ পর্যন্ত দলের দায়িত্ব নিতে হবে তাকেই। " ম্যাথুজের অধিনায়কত্ব নিয়ে ক্রিকেট কিংবদন্তি জয়সুরিয়া বলেন, "দক্ষিণ আফ্রিকা সফরের ফলাফল চিন্তা করে এখনই ম্যাথুজের অধিনায়কত্ব ধ্বংস করার কোন যুক্তি নেই। আমাদের উচিত তার পাশে দাঁড়ানো এবং তাকে সহায়তা করা। তাই ম্যাথুজকে আরও শক্তিশালী করতেই ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত তার অধিনায়কত্বের মেয়াদ বাড়ানো হয়েছে। " চলমান দক্ষিণ আফ্রিকা সফরে ইতোমধ্যে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে শ্রীলঙ্কা। তিন ম্যাচের সিরিজে পারফরমেন্সের ছিটেফোঁটাও দেখাতে পারেনি ম্যাথুজের দল। হেরেছে প্রথম টি-টোয়েন্টিতেও।
×