ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুক্তিযুদ্ধের সমসাময়িক প্রেক্ষাপটে, ছবি ‘ভুবন মাঝি’ (ভিডিও সহ)

প্রকাশিত: ১৯:৪০, ২১ জানুয়ারি ২০১৭

অনলাইন ডেস্ক ॥ গল্পের শুরু ১৯৭০ সাল, শেষ হয় ২০১৩ সালে। মুক্তিযুদ্ধের সমসাময়িক প্রেক্ষাপটে, ছবি ‘ভুবন মাঝি’। পরিচালনায় ফখরুল আরেফিন। সরকারি অনুদানে নির্মিত এই ছবি। অভিনয়ে পরমব্রত চট্টোপাধ্যায়, বাংলাদেশের জনপ্রিয় নায়িকা অপর্ণা ঘোষ, মাজনুন মিজান। এক সাধারণের (পরমব্রত) বিদ্রোহী হয়ে ওঠার গল্প ফুটে ওঠে। সে ৭০’র দশকে নহির গ্রাম থেকে কুষ্টিয়া শহরে পড়তে আসে। ধ্যান-জ্ঞান বলতে থিয়েটার আর বোনের বান্ধবী ফরিদা বেগম (অপর্ণা ঘোষ)। অন্যদিকে নির্বাচন আর স্বাধীনতার আন্দোলনের রেশে গোটা বাংলাদেশ। প্রথমদিকে কোন কিছুই তাঁকে বিচলিত করেনি তবে ধীরে ধীরে স্বাধীনতা সংগ্রামের সাক্ষী হয়ে ওঠে সে। পাল্টে যায় তাঁর নিজের গল্প এক মুক্তিযোদ্ধার গল্পতে। পরিচালক ফখরুল আরেফিন জানিয়েছেন, গোটাটাই সত্যি ঘটনা অবলম্বনে নির্মিত ‘ভুবন মাঝি’। এমনকী চরিত্রগুলোর নামও রয়েছে অপরিবর্তিত। ‘ভুবন মাঝি’র গল্পে রয়েছে মানবিক সব রকম অনুভূতি। বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ, এক যুগলের প্রেম, এক সংগ্রামীর বিদ্রোহ, এক দেশপ্রেমীর স্বাধীনতাবোধ ও নাট্যকর্মীর সংস্কৃতি সব চরিত্রের মিশেলে ‘ভুবন মাঝি। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×