ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

'ওবামাকেয়ার' বাতিলে নির্বাহী আদেশ ট্রাম্পের

প্রকাশিত: ১৯:৩৬, ২১ জানুয়ারি ২০১৭

'ওবামাকেয়ার' বাতিলে নির্বাহী আদেশ ট্রাম্পের

অনলাইন ডেস্ক ॥ শপথ নিয়েই জোরকদমে দাপ্তরিক কাজকর্ম শুরু করেছেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর কার্যসূচির প্রথমেই তিনি সদ্য প্রাক্তন হওয়া প্রেসিডেন্ট বারাক ওবামার স্বাস্থ্যসেবা সংস্কার বিল 'ওবামাকেয়ার' দ্রুত বাতিলে নির্বাহী আদেশ জারি করেছেন। স্বাস্থ্যসেবা নাগরিকদের মৌলিক অধিকার- এ কথাটাকে বাস্তব ও কার্যকর করার প্রতিশ্রুতি দিয়ে ‘প্যাশেন্ট প্রোটেকশন অ্যান্ড অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট’ নামে ২০১০ সালে একটি আইনে স্বাক্ষর করেন তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা। আইনটি অধিক পরিচিতি পেয়েছে ‘ওবামাকেয়ার’ নামে। বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারণার সময় এই আইনটি বাতিলের প্রতিশ্রুতি দিয়েছিলেন। আর সেই অনুযায়ী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েই আইনটি বাতিলের উদ্যোগ নিলেন। শুক্রবার জারি করা নির্বাহী আদেশে বলা হয়েছে, তার প্রশাসন আইনকে সমুন্নত রাখবে। তবে নতুন প্রেসিডেন্টের প্রশাসনের নীতি হচ্ছে, দ্রুত এই আইনটি বাতিল করা।
×