ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

যুক্তরাষ্ট্রে বিক্ষোভ-ভাংচুর, গ্রেপ্তার ৯০

প্রকাশিত: ১৯:১৮, ২১ জানুয়ারি ২০১৭

যুক্তরাষ্ট্রে বিক্ষোভ-ভাংচুর, গ্রেপ্তার ৯০

অনলাইন ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠান ঘিরে ওয়াশিংটনে বিক্ষোভ করেছেন কয়েকশ মানুষ। বিক্ষোভের এক পর্যায়ে ব্যাংক অফ আমেরিকার একটি শাখা এবং ম্যাকডোনাল্ডের একটি আউটলেটে ভাংচুর করা হয়েছে। বিক্ষোভকারীদের ওপর পুলিশ চড়াও হলে সংঘর্ষে জড়িয়েছেন তারা। সংঘর্ষে দুজন পুলিশ কর্মকর্তার আহত হওয়ার খবর পাওয়া গেছে। ৯০ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তারের খবর দিয়েছে সিএনএন। শুক্রবার স্থানীয় সময় দুপুরে ওয়াশিংটনের ক্যাপিটল ভবনে যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন রিয়েল এস্টেট ব্য্বসায়ী ট্রাম্প। অভিবাসন, মুসলিম ও নারী নিয়ে বক্তব্যের জন্য বিতর্কের মুখে পড়া ট্রাম্পের শপথ অনুষ্ঠানস্থল ঘিরে সকাল থেকেই বিক্ষোভ শুরু হয়। প্রায় ৫০০ বিক্ষোভকারী শহরতলীতে জড়ো হয়ে বিক্ষোভ-মিছিলের এক পর্যায়ে দোকান ও গাড়ির কাঁচ ভাংচুর করেন। ট্রাম্পের ‘মেইক আমেরিকা গ্রেট এগেইন’ স্লোগান অনুসরণে ‘মেইক রেসিস্ট অ্যা ফ্রেইড এগেইন’ স্লোগান লেখেন তারা। ট্রাম্পবিরোধী আরও নানা স্লোগান দেন বিক্ষোভকারীরা। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাসের শেল, সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। ট্রাম্পের শপথ গ্রহণের ঘণ্টা দেড়েক আগে ক্যাপিটলের মাইল দেড়েক দূরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। জেসিকা রেজনিসেক নামে ৩৫ বছরের এক রোমান ক্যাথলিক ত্রাণকর্মী আইওয়া থেকে ওয়াশিংটনে গিয়ে বিক্ষোভে যোগ দেন। “আমি এই বার্তা দিতে চাই যে, ট্রাম্প এ দেশকে প্রতিনিধিত্ব করেন না। তিনি করপোরেট স্বার্থের প্রতিনিধিত্ব করেন,” বলেন তিনি। বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা ২০০৯ সালে যখন প্রথমবার শপথ গ্রহণ করেন সে সময় প্রায় ২০ লাখ মানুষ সমবেত হয়েছিলেন ওই অনুষ্ঠানে, ট্রাম্পের শপথ অনুষ্ঠানে উপস্থিতি তার চেয়ে অনেক কম হয়েছে।
×